Dimitrios Diamantakos: দিমিত্রির পরিবর্তে ফুটবল পেয়ে গেল কেরালা!

আক্রমণভাগে মূল ফুটবলার বিদায় জানিয়েছেন ক্লাবকে। আসন্ন মরসুমের জন্য দিমিত্রি দিয়ামান্তাকোসের ( Dimitrios Diamantakos) বদলে নতুন বিদেশি স্ট্রাইকারের সন্ধানে রয়েছে কেরালা ব্লাস্টার্স। সোশ্যাল মিডিয়ায় করা…

Dimitrios Diamantakos

আক্রমণভাগে মূল ফুটবলার বিদায় জানিয়েছেন ক্লাবকে। আসন্ন মরসুমের জন্য দিমিত্রি দিয়ামান্তাকোসের ( Dimitrios Diamantakos) বদলে নতুন বিদেশি স্ট্রাইকারের সন্ধানে রয়েছে কেরালা ব্লাস্টার্স। সোশ্যাল মিডিয়ায় করা পোস্টে দাবি করা হয়েছে, গ্রিক ফুটবলারের জায়গায় অন্য এক গ্রিক ফুটবলারকে পছন্দ হয়েছে কেরালা ব্লাস্টার্সের নতুন কোচের।

Advertisements

CFL: সুরুচির হয়ে খেলে ঘুরে দাঁড়াতে চাইছেন কৃষ্ণা

বিজ্ঞাপন

২০২৩-২৪ মরসুমের ইন্ডিয়ান সুপার লিগে গোলের বন্যা বইয়ে দিয়েছিলেন দিমিত্রি দিয়ামান্তাকোস। ১৩ গোল করে আইএসএল-এর এই মরসুমে হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। দিমিত্রি ইতিমধ্যে কেরালা ব্লাস্টার্সকে বিদায় জানিয়েছেন। তাঁর ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল। প্রশ্ন উঠছে, দিমিত্রির বদলে কাকে দলে নিতে পারে কেরালা ব্লাস্টার্স?

ইভান ভুকমানোভিচের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করেছেন দক্ষিণ ভারতীয় এই ক্লাব। তাঁর বদলে কেরালা ব্লাস্টার্সের প্রধান কোচের দায়িত্বে এসেছেন মিকেল স্তাহরে। তিনি কাকে আক্রমণভাগের দায়িত্ব দেন এখন সেটা দেখার অপেক্ষায় ভারতীয় ফুটবল প্রেমীরা। জল্পনায় উঠে এসেছেন গ্রিসেরই ফুটবলার জর্জিওস মানালিস (Georgios Manalis)।

 

কে এই Georgios Manalis?

তিনবার এসিএল ইনজুরির পরেও বড় ক্লাবে খেলার স্বপ্ন দেখছেন ‘সব্জি বিক্রেতা’ তাপস

জর্জিওস মানালিস গ্রিসের ফুটবলার, খেলেন মূলত সেন্টার ফরোয়ার্ড পজিশনে। খেলেন গ্রিসের দ্বিতীয় ডিভিশনের টুর্নামেন্টে। গ্রিসের লিগ ২-এ করেছেন বেশ কিছু গোল। গোল করানোর ক্ষেত্রেও রেখেছেন অবদান।