Kalinga Super Cup: সেমিফাইনালের আগে বিশেষ অনুশীলন ইস্টবেঙ্গলের, টোটকা দিলেন কুয়াদ্রাত

East Bengal's Special Practice Session

এবারের কলিঙ্গ সুপারকাপে (Kalinga Super Cup ) যথেষ্ট ভালো ছন্দে রয়েছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। প্রথম ম্যাচেই তারা পরাজিত করেছিল আইএসএলের দল হায়দরাবাদ এফসিকে। তারপর দ্বিতীয় ম্যাচে পরাজিত করে শ্রীনিধি ডেকান ফুটবল দলকে। তবে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচটি ছিল নির্ধারক ম্যাচ। মুখোমুখি হতে হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী দল মোহনবাগানের বিপক্ষে।  নির্ধারিত সময় শেষে সেই ম্যাচে ও জয় পায় ইস্টবেঙ্গল ব্রিগেড। এই কষ্টার্জিত জয়ের দরুন যার দরুন, তাদের হাতে চলে আসে সুপার কাপের সেমিফাইনালের টিকিট। এবার সেই ম্যাচে ও কোনোরকমে তারা পরাজিত করতে চায় শক্তিশালী জামশেদপুর এফসিকে।

Advertisements

আরও পড়ুন: Kalinga Super Cup: প্রথম ম্যাচ জিতলেও ইস্টবেঙ্গলের চিন্তার চার কারণ

   

বলাবাহুল্য, এবারের আইএসএলে এখনো পর্যন্ত খুব একটা ছন্দ না দেখা গেলেও এবারের সুপার কাপ টুর্নামেন্টে শুরু থেকেই অনবদ্য ছন্দে রয়েছে একবারের লিগশিল্ড জয়ী এই দল। কুপারের পর কোচ খালিদ জামিলের তত্ত্বাবধানে যথেষ্ট চনমনে হয়ে উঠেছে ইমরান, নঙ্গডোম্বারা। ইন্ডিয়ান সুপার লিগের প্রথম লেগের হতাশা ভুলে এখান থেকেই ছন্দে ফিরতে চাইছে এই দল।

Advertisements

অন্যদিকে যেনোতানো ভাবেই সেমিফাইনাল জিততে চাইছে ইস্টবেঙ্গল। কাজটা খুব একটা সহজ হবে না তা আন্দাজ করতে পারছেন সকলেই। তাই ম্যাচের আগের দিন অনুশীলনে খেলোয়াড়দের চাপ মুক্ত রাখতে বিশেষ ব্যবস্থা নেন স্প্যানিশ কোচ।

বলতে গেলে আজ অনেকটা হালকা ভাবেই অনুশীলন করে গোটা দল। প্রধানত শারিরীক অনুশীলনের পাশাপাশি দলের ফুটবলারদের মানসিক চাপ কমাতে বল নিয়েও মজার ছলে ফুটবলারদের মধ্যে অনুশীলন করান কোচ। আসলে নির্ধারিত সময়ের মধ্যেই আগামীকালের ম্যাচ জিতে মাঠ ছাড়তে চাইছেন কুয়াদ্রাত। সেই কারনে বিশেষ নজর দিচ্ছেন খেলোয়াড়দের মানসিক ও শারীরিক ফিটনেসের দিকে।