Asian Cup 2023: যুদ্ধের আবহেই প্যালেস্টাইন পৌঁছে গেল এশিয়ান কাপের শেষ ষোলোয়

Never Give Up! হাল ছেড়ো না বন্ধু। এএফসি এশিয়ান কাপের শেষ ষোলোয় পৌঁছে গিয়েছে প্যালেস্টাইন। যে দেশের হওয়ায় বারুদের গন্ধ, যুদ্ধ চলেছে লাগাতার, সেই দেশ…

Palestine AFC Asian Cup 2023

Never Give Up! হাল ছেড়ো না বন্ধু। এএফসি এশিয়ান কাপের শেষ ষোলোয় পৌঁছে গিয়েছে প্যালেস্টাইন।
যে দেশের হওয়ায় বারুদের গন্ধ, যুদ্ধ চলেছে লাগাতার, সেই দেশ দাপট দেখাচ্ছে ফুটবল মাঠে। এবারের এএফসি এশিয়ান কাপের (Asian Cup 2023) গ্রুপ পর্ব অতিক্রম করে প্যালেস্টাইন পৌঁছে গিয়েছে শেষ ষোলোর প্রতিযোগিতায়। মঙ্গলবার হংকংয়ের বিরুদ্ধে ৩-০ গোলে ম্যাচ জিতে কার্যত অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে প্যালেস্টাইনের ফুটবল দল।

   

এবারের AFC Asian কাপ শুরু হওয়ার আগে থেকে প্যালেস্টাইনকে নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। প্যালেস্টাইন আদৌ টুর্নামেন্টে দল নামাতে পারবে কি না সে ব্যাপারে উঠতে শুরু করেছিল প্রশ্ন। শেষ পর্যন্ত সময়ের মধ্যেই কাতারে গিয়ে পৌঁছায় সে দেশের ফুটবল দল। শেষ ম্যাচে জিতে পরের পর্বে যাওয়ার যোগ্যতা অর্জন করেছে তারা।

হংকংয়ের বিরুদ্ধে মরণ বাঁচন ম্যাচে নেমেছিল প্যালেস্টাইন। জেতা ছাড়া কোনো উপায় ছিল না। একই পরিস্থিতি ছিল হংকংয়ের জন্য। কারণ গ্রুপ সি-এ এই দুই দল একটিও ম্যাচ না জিতে আজ নেমেছিল মাঠে। গ্রুপ সি থেকে ইরান সব ম্যাচে জিতে নিশ্চিত করেছিল পরের পর্বে যাওয়ার টিকিট। চার পয়েন্ট নিয়ে কোনো রকমে দ্বিতীয় স্থান অর্জন করেছিল সংযুক্ত আরব আমিরশাহী। শেষ ম্যাচে হংকংয়ের ফুটবল দলকে হারিয়ে প্যালেস্টাইনের নামের পাশেও মোট চার পয়েন্ট। গ্রুপের তৃতীয় দল হিসেবে কোয়ালিফাই করেছে রাউন্ড অফ্ সিক্সটিনে। এদিনের ম্যাচে জোড়া গোল করেছেন দাবাগ ও একটি গোল করেছেন কুনবার।