Mohun Bagan: একনজরে দেখে নেওয়া যাক সবুজ-মেরুনের সম্ভাব্য একাদশ

Mohun Bagan's Probable Lineup for the Match Against Hyderabad FC

আইএসএলের দ্বিতীয় লেগের দ্বিতীয় ম্যাচ থেকেই জয় স্মরণীতে ফিরতে চাইছে গতবারের আইএসএল চ্যাম্পিয়নরা। ঘন্টাখানেক পরেই তারা আজ ঘরের মাঠে খেলতে নামবে হায়দরাবাদ এফসির বিপক্ষে। ঘরের মাঠে ম্যাচ থাকায় কিছুটা হলেও অ্যাডভান্টেজ থাকবে শুভাশিস বসুদের। এই ম্যাচ জিততে পারলে অনেকটাই ছন্দে ফিরবে বুমোসরা।

উল্লেখ্য, প্রথম লেগের শেষের দিকটা খুব একটা ভালো থাকেনি মোহনবাগানের (Mohun Bagan)। এফসি ঘর পাশাপাশি কেরালা ব্লাস্টার্স এমনকি মুম্বাই সিটির মতো দলের কাছেও আটকে যেতে হয়েছিল তাদের। দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়াতে হলে অধিকাংশ ম্যাচে জিততে হবে মেরিনার্সদের।

   

কিন্তু এক্ষেত্রে ও বেশকিছু সমস্যা দেখা দিয়েছে। এই ম্যাচে মাঠে পাওয়া যাবে না দলের চার ফুটবলারকে। যাদের মধ্যে রয়েছেন আনোয়ার আলী থেকে শুরু করে ব্রান্ডন হ্যামিলের পাশাপাশি কার্ড সমস্যার জন্য মাঠে পাওয়া যাবে না জলের দাপুটে উইঙ্গার লিস্টন কোলাসো থেকে শুরু করে দীপক টাংড়িদের। তাই এই ম্যাচ যে যথেষ্ট চাপের হতে চলেছে। তা বলাই চলে। তবে সেখানেই শেষ নয়। আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকু ও সম্ভবত থাকছেন না এই ম্যাচে। তাই এবার প্রথম একাদশ সাজাতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হবে সবুজ-মেরুনের হেডস্যারকে। তবে সব ঠিকঠাক থাকলে এই ম্যাচে ও গোলে দেখা যেতে পারে বিশাল কাইথকে।

সেইসাথে রক্ষনভাগে জাপানি তারকা হেক্টর ইৎসের সঙ্গে দেখা যেতে পারে অধিনায়ক শুভাশিস বসুকে। তার সঙ্গে থাকতে পারেন তরুন তারকা রাজ বাঁশফোর ও আমনদীপ। এছাড়াও মাঝমাঠে দেখা যেতে পারে তরুণ তারকা গ্লেন মার্টিনস ও সাহাল আব্দুল সামাদকে। এছাড়াও কিছুটা উপরে থাকতে পারেন অনিরুদ্ধ থাপা। দলের দুই উইংয়ে থাকতে পারেন অজি তারকা দিমিত্রি পেত্রাতোস ও কিয়ানকে। এবং সবার উপরে থাকতে পারেন কামিন্স। তবে আজকের এই ম্যাচে গোলের জন্য নজর থাকবে দিমিত্রি ও কিয়ানদের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন