East Bengal: ক্লেটনের হাত ধরেই জয় ফিরতে চাইছে দল, রিজার্ভে ফেলিসিও

আধঘন্টাও বাকি নেই। তারপরেই আজ দ্বিতীয় লেগে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল (East Bengal)। গত লেগে নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে বড় ব্যবধানে জয় তুলে নিয়েছিল…

Cleiton Silva

আধঘন্টাও বাকি নেই। তারপরেই আজ দ্বিতীয় লেগে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল (East Bengal)। গত লেগে নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে বড় ব্যবধানে জয় তুলে নিয়েছিল ইস্টবেঙ্গল। এবার পুনরায় জয় ছিনিয়ে নেওয়ার পালা তাদের। কিন্তু এই ম্যাচেও সৌভিক চক্রবর্তীকে না পাওয়া গেলেও বাকি ফুটবলারদের সঙ্গে নিয়েই জয় আনতে চাইছেন তিনি।

সেক্ষেত্রে আজও কোচের নজর থাকবে ক্লেটন সিলভা থেকে শুরু করে নন্দকুমারের দিকে। ম্যাচের আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কুয়াদ্রাত বলেন, আমরা আমাদের পরিকল্পনা বজায় রাখবো। আমাদের আরো শক্তিশালী হয়ে উঠতে হবে। তবে আর ড্র করলে চলবে না। ভালো রেফারিংয়ের পাশাপাশি আমাদেরও ম্যাচ জেতার চেষ্টা করতে হবে।

অন্যদিকে, গতকাল দুপুরের মধ্যেই গুয়াহাটি পৌঁছে গিয়েছিলেন। দলের নয়া কোস্টারিকান তারকা। গতকাল রাতেই নেটমাধ্যমে সেই সম্পর্কিত কিছু ছবি সামনে আসে। ফোবর্সের উপস্থিতিতে দল যে আরও শক্তিশালী হবে তা নিয়ে নতুন করে বলার অপেক্ষা রাখেনা। উল্লেখ্য, গতবারের পর এবারেও বেশ সাবলীল রয়েছেন লাল-হলুদের ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভা। তারপর এই নয়া বিদেশি ফুটবলার ও যদি নিজের ছন্দে ফিরতে পারেন তাহলে টুর্নামেন্টের অন্যান্য দলগুলির উপর যে বড়সড় প্রভাব আসবে, তা নিশ্চিত। তাই সবদিক মাথায় রেখেই এগোতে চাইছেন কুয়াদ্রাত।

আগেই জানা গিয়েছিল এই ম্যাচে খেলতে পারবেন না সাউল ক্রেসপো। এছাড়াও কার্ড সমস্যা রয়েছে সৌভিকের। তাই তাদের বাদ দিয়েই নিজেদের প্রথম একাদশ সাজিয়েছে ইস্টবেঙ্গল। যেখানে লালচুংনুঙ্গা ও রাওকিপদের দেখা গিয়েছে। এছাড়াও অনেকটা আগের মতই দল রয়েছে তাদের। তবে সবার নজর কেড়েছে দলের রিজার্ভ বেঞ্চে। যেখানে রয়েছেন কোস্টারিকান ফরওয়ার্ড ফিলেসিও ব্রাউন ফোবর্স। প্রয়োজন মনে হলে হয়তো আজকের ম্যাচেই নামানো হতে পারে এই ফুটবলারকে।