Mohun Bagan: কেরালার বিপক্ষে কাদের নামাচ্ছেন‌ বাগান কোচ? জানুন

হাতে আর কিছুটা সময় তারপরেই আইএসএলের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্স এবং মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস দল। আজকের এই ম্যাচ…

Predicted Mohun Bagan Starting XI

হাতে আর কিছুটা সময় তারপরেই আইএসএলের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্স এবং মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস দল। আজকের এই ম্যাচ জিততে পারলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে চলে আসবে মেরিনার্সরা। অন্যদিকে আজকের এই ম্যাচ জিতলে পয়েন্ট টেবিলে নিজেদের স্থান আরো কিছুটা পোক্ত করবে কেরালা।

বলতে গেলে এই ম্যাচ থেকে ৩ পয়েন্ট নেওয়াই এখন একমাত্র লক্ষ্য সকলের। তবে এটি কেরালা ব্লাস্টার্সের হোম ম্যাচ থাকায় কিছুটা হলেও বাড়তি অক্সিজেন পাবে দক্ষিণের এই ফুটবল ক্লাব।‌ তবুও সমস্ত কিছু দূরে ঠেলে পুরো পয়েন্ট নিয়েই শহরে ফিরতে চান অ্যান্তোনিও লোপেজ হাবাস।

   

সেইমতো দলের একাদশ সাজিয়েছেন তিনি। যেখানে অন্যান্য দিনের মতোই গোলে রয়েছেন বিশাল কাইথ। রক্ষণভাগের দায়িত্বে রয়েছেন অধিনায়ক শুভাশিস বসু সহ আনোয়ার আলী, আশিষ রাই এবং জাপানি ফুটবলার হেক্টর ইউৎসে। সেইসঙ্গে দলের মাঝমাঠে রয়েছেন দীপক টাংড়ি, সাহাল আব্দুল সামাদ, এবং জনি কাউকো।

সবুজ-মেরুন জার্সিতে দলের উইংয়ে দেখা যাবে ভারতীয় তরুণ মনবীর সিং এবং দিমিত্রি পেত্রাতোসকে। এবং ফরোয়ার্ড লাইনে ঝড় তোলার জন্য থাকছেন আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকু। বলাবাহুল্য, ওই ফুটবলারদের সামনে রেখেই লড়াই শুরু করছে মোহনবাগান সুপারজায়ান্টস।

অন্যদিকে, আজ রিজার্ভে থাকছেন অজি বিশ্বকাপার জেসন কামিন্স। এছাড়াও রিজার্ভ বেঞ্চে রাখা হচ্ছে লিস্টন কোলাসো থেকে শুরু করে হ্যামিল, কিয়ান সহ অনিরুদ্ধ থাপা ও আর্শ আনোয়ারের মতো ফুটবলারদের।