ATK Mohun Bagan: হায়দ্রাবাদের বিরুদ্ধে শুভাশীষ বোসের বদলে খেলবেন এই মোহন-তারকা

এই মুহূর্তে একের পর এক ঝড়ের মুখোমুখি হচ্ছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। বর্তমানে গোটা সবুজ-মেরুন শিবিরকে ‘মিনি হসপিটাল’ বলা যায়।

Mohun Bagan footballer Sumit Rathi

এই মুহূর্তে একের পর এক ঝড়ের মুখোমুখি হচ্ছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। বর্তমানে গোটা সবুজ-মেরুন শিবিরকে ‘মিনি হসপিটাল’ বলা যায়। এখন সেটাই এই দলের খারাপ পারফরম্যান্স দেওয়ার অন‍্যতম কারণ। টানা দুই ম‍্যাচ হারের ফলে এখন দলের মানসিকতা বেশ দূর্বল হয়ে পড়েছে।

আরও পডুন: Tripura Election 2023: ত্রিপুরায় নিয়োগ প্রতিশ্রুতি নিয়ে নীরব মোদী, বললেন আবার জিতিয়ে দিন

২৮ জানুয়ারি ওড়িশা এফসির বিরুদ্ধে শেষ জয় পেয়েছিল সবুজ মেরুন ব্রিগেড। এরপর থেকে এটিকে মোহনবাগান শিবিরে খালি দুঃসংবাদ আসতে থাকে একের পর এক। কখনও কার্ড সমস্যা আবার কখনও ফুটবলারদের চোট। চোটের কারণে হুগো বুমোস পরপর দুই ম‍্যাচ না-খেলায় ফেরান্দোর দলের আক্রমণ ভাগের হাল বেহাল হয়ে পড়েছিল। পরিস্থিতি এমন যে আগামী ১৪ ফেব্রুয়ারি হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে ম‍্যাচেও সমস্যায় পড়তে চলেছে এটিকে মোহনবাগান। চার লাল কার্ড দেখার ফলে সবুজ মেরুন ডিফেন্ডার শুভাশীষ বোসের পরের ম‍্যাচে খেলা হবে না।

আরও পডুন: Kolkata Derby: ফ্রেব্রুয়ারির কলকাতা ডার্বির রং হতে পারে লাল-হলুদ

এই মুহূর্তে দারুণ ছন্দে আছেন, ডিফেন্সের পাশাপাশি আক্রমণ ভাগকে নির্ভরতা দিচ্ছে, পরের ম‍্যাচে তার বদলে খেলবে সুমিত রাঠি। যার নাম জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে একাধিক বার উঠে এসেছে। এছাড়া কার্ল ম‍্যাকঘিউ খেলতে পারেন এটিকে মোহনবাগানের লেফট ব‍্যাক পজিশনে। শুভাশীষের বদলে সুমিত কতটা নির্ভরতা দিতে পারে এখন সেটাই দেখার বিষয়।