আনোয়ারের জায়গায় সুযোগ পাবেন ইস্টবেঙ্গল সমর্থকদের পছন্দের ফুটবলার!

বসুন্ধরা কিংসের বিরুদ্ধে AFC কাপের ম্যাচ খেলতে গিয়ে চোট পেয়েছেন মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের আনোয়ার আলি। তিনি কতদিন মাঠের বাইরে থাকবেন সে ব্যাপারে…

Juan Ferrando Sumit Rathi

বসুন্ধরা কিংসের বিরুদ্ধে AFC কাপের ম্যাচ খেলতে গিয়ে চোট পেয়েছেন মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের আনোয়ার আলি। তিনি কতদিন মাঠের বাইরে থাকবেন সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে আসন্ন বেশ কয়েকটি ম্যাচে যে তিনি খেলতে পারবেন না সেটা স্পষ্ট। আনোয়ারের জায়গায় সম্ভাব্য ফুটবলার হিসেবে ভেসে উঠেছে একাধিক নাম।

সুমিত রাঠি ও দীপক টাঙরির ওপর ভরসা রয়েছে মোহন বাগান সুপার জায়ান্টের কোচ হুয়ান ফেরান্ডোর। সেই সঙ্গে আরও এক ফুটবলারের নাম তিনি নিয়েছেন। ইস্টবেঙ্গলের হয়ে খেলে ভারতীয় ফুটবল প্রেমীদের নজর কেড়েছিলেন তিনি। পরে সবুজ মেরুন শিবিরে যোগদান।

এক সাক্ষাৎকারে হুয়ান ফেরান্ডো বলেছেন, “এএফসি কাপের ম্যাচে (লালরিনলিয়ানা) হামতেকে আমরা সেন্টারব্যাক হিসেবে খেলিয়েছি। চেন্নাইনের বিরুদ্ধে শেষ কুড়ি মিনিট টাঙরি ওই জায়গায় খেলেছে। সুমিতও জাতীয় দলের হয়ে খেলে এসেছে। তাই আমাদের কোনও সমস্যা হবে বলে মনে হয় না। এই তিনজনই মাঠে নামার জন্য তৈরি।”

চোটের কারণে দীর্ঘ দিন মাঠের বাইরে ছিলেন দীপক। পুরো দমে মাঠে ফিরতে তার আরও কিছুটা সময় লাগতে পারে বলে মনে করছেন স্প্যানিশ কোচ। আপাতত সুমিত সুমিত রাঠির দিকে পাল্লা ভারী বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে আনোয়ারের জায়গায় হামতের খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে। কোচ যেমনটা জানিয়েছেন হামতেকে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলিয়ে দেখে নেওয়া হয়েছে। সেই সঙ্গে ঘরোয়া টুর্নামেন্টেও ইস্টবেঙ্গলের প্রাক্তন এই ফুটবলারের ওপর ভরসা রেখেছিল বাগান টিম ম্যানেজমেন্ট।