Ration Scam: ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয়র বিপুল টাকার বিমা, লাখ লাখ টাকার প্রিমিয়াম

রেশন দুর্নীতির তদন্তে নয়া মোড়। মোটা অঙ্কের বিমা জ্যোতিপ্রিয় মল্লিকের। যার প্রিমিয়াম মাসে কয়েক লাখ টাকা। সূত্রের খবর, আত্মীয়দের নামে মোটা অঙ্কের বিমা করিয়েছিল তিনি।…

Jyotipriya Mallick

রেশন দুর্নীতির তদন্তে নয়া মোড়। মোটা অঙ্কের বিমা জ্যোতিপ্রিয় মল্লিকের। যার প্রিমিয়াম মাসে কয়েক লাখ টাকা। সূত্রের খবর, আত্মীয়দের নামে মোটা অঙ্কের বিমা করিয়েছিল তিনি। জ্যোতিপ্রিয় মল্লিকের ১০ বছরের সম্পত্তির তথ্য বিশ্লেষণ ইডির। ইডি আধিকারিকেরা জানার চেষ্টা করছেন জ্যোতিপ্রিয়র স্ত্রী ও মেয়ের অ্যাকাউন্টে যে কোটি কোটি টাকা পাওয়া গেছে সেই টাকা এল কোথা থেকে ?

বাকিবুর রেহমানকে কীভাবে চেনেন মন্ত্রী। দীঘার তিনটি হোটেলের মালিকানা নিয়েও প্রশ্ন করবেন ইডি। কেন ভুয়ো কোম্পানি খুলেছিলেন মন্ত্রী ? বিমা ও ফিক্সড ডিপোজিট জানার জন্য ব্যাঙ্ক এবং সংশ্লিষ্ট বিমা কোম্পানিকে চিঠি পাঠানো হয়েছে। আজ বিকেলের মধ্যে রির্পোট এসে যাবে।

আজ সকাল থেকেই চলছে জ্যোতিপ্রিয় মল্লিকের জেরা। বাকিবুরের বয়ানের সাথে জ্যোতিপ্রিয়র বয়ান মেলানোর চেষ্টা চলছে। তথ্য মেলানো হচ্ছে বলেও খবর। খোলা বাজার থেকে চাল কিনে সেই চাল পাঠিয়ে দিতেন। সেক্ষেত্রে চালকল মালিকদের এক্ষেত্রে কী ভূমিকা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। জ্যোতিপ্রিয় মল্লিকের ২০ টি ফিক্সড ডিপোজিটের হদিশ মিলেছে। চালকল মালিকদের যে সংগঠন রয়েছে তাদের নোটিশ পাঠানো হচ্ছে। ইডি জানতে চাইছে লেনদেনের রেশিও।

জ্যোতিপ্রিয়র দুর্নীতি যোগে কটাক্ষ করতে ছাড়ছেন না বিরোধীরা। দিলীপ ঘোষের মন্তব্য, এমন ঝটকা খেয়েছেন সুগার বাড়তেই পারে। বহু তথ্য বেরোতে পারে। মত তাড়াতাড়ি সম্ভব সব তথ্য জেনে নেওয়া দরকার। অনেক পুরোনো লোক। অনেক ব্যাপারে যুক্ত তিনি।

পাল্টা মদনের দাবি, দুর্নীতির সাথে এত নেতা মন্ত্রীরা যুক্ত তাদের ডাকা হচ্ছে না। বিজেপির শুভেন্দু অধিকারীকে ডাকা হচ্ছে না। তৃণমূলের সাথেই শুধু এটা করা হচ্ছে। তদন্ত হচ্ছে।