ISL FINAL : ফাইনাল খেলা সহজ, অদ্ভুত দাবী কেরল কোচের 

দীর্ঘ ৬ বছর পর ফের আরেকবার আইএসএল এর ফাইনাল (ISL Final) কেরালা ব্লাস্টার্স (KBFC) ।এটা তাদের তিন নম্বর আই এস এল ফাইনাল ।যদিও এখনো অব্দি…

দীর্ঘ ৬ বছর পর ফের আরেকবার আইএসএল এর ফাইনাল (ISL Final) কেরালা ব্লাস্টার্স (KBFC) ।এটা তাদের তিন নম্বর আই এস এল ফাইনাল ।যদিও এখনো অব্দি আইএসএল জয়ের স্বাদ পায়নি এই ক্লাব, তবে এখন আর অতীত নিয়ে মাথাব্যাথা নেই কেরালা কোচ ইভান ভুকোমানোভিচের।

রবিবার আইএসএলে মেগা ফাইনালে খেলতে নামার আগে সাংবাদিক সম্মেলনে কেরালার বলেন অতীত থেকে শিক্ষা নিয়েই আজ এই জায়গায় এসেছে তার দল‌। ফুটবলাররা প্রথম দিন থেকেই কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে নিজের সেরাটা দিয়ে এসেছে, এই জন্যই আজ তারা এই জায়গায় । খেতাব জয় দিয়েই শেষ করতে চান এবারের আইএসএল অভিযান।

দুই বছর পর আইএসএলের ম‍্যাচ সাক্ষী থাকতে চলেছে দর্শকদের। আজ ফতোরদায় দর্শকে ভরা গ‍্যালারির মাঝে আইএসএলে মেগা ফাইনাল খেলতে নামছে কেরালা বনাম হায়দ্রাবাদ। এত দীর্ঘ সময় পর দর্শকদের মাঠে ফেরায় আপ্লুত কেরালা কোচ। একদিকে দর্শকদের চাপ আর অন্যদিকে অতীতের ফাইনালে খারাপ পরিসংখ্যান আজ কোনটাই মাথায় রাখতে চাইছেন না তিনি ‌।এমন সময় নিজেদের হালকা রাখতে তিনি বলেছেন – ফাইনাল ম্যাচ থেকে সহজ আর কিছুই হতে পারে না ! কেরালা কোচের দাবি ফাইনাল ম্যাচে খেলতে নামার আগে বাড়তি অনুপ্রেরণার প্রয়োজন হয় না, লিগে এতদিন ধরে তারা যা করে এসেছেন আজকের ঠিক সেই চিন্তা ভাবনা নিয়ে মাঠে নামবেন এবং খেলাটাকে উপভোগ করবেন, তার মতে এরকম বিরাট মাপের ফাইনাল ম্যাচ গুলোতে দর্শকদের সামনে খেলাটা সবথেকে সোজা।

এর আগে লিগ পর্বে দুই দল মুখোমুখি হয়েছে, ফাইনালের প্রাক্কালে হায়দ্রাবাদ’কে সমীহ করলেও কেরেলা কোচের দাবী রবিববার ফাইনালে কোনও তারকা’র মহিমা ম‍্যাচে ফারাক গড়ে দেবে।ছেলেরা চাপমুক্ত হয়ে ফাইনাল’টা খেলুক এমনটাই চাইছেন তিনি।