Tiljala Shootout: গুলি কাণ্ডে পুলিশের শুরু ধরপাকড়, গ্রেফতার ৩

তিলজলাকাণ্ডে এবার ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩। গ্রেফতার করা হল মূল অভিযুক্ত জিবোধের মা, দিদি ও ভাইকে। ধৃতদের নাম হল ফুলন দেবী ও লীলাবতী। ধৃতদের…

তিলজলাকাণ্ডে এবার ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩। গ্রেফতার করা হল মূল অভিযুক্ত জিবোধের মা, দিদি ও ভাইকে। ধৃতদের নাম হল ফুলন দেবী ও লীলাবতী। ধৃতদের বিরুদ্ধে খুন ও হামলায় ইন্ধনের অভিযোগ রয়েছে।

তিলজলার ঘটনা নিয়ে রাজ্যের শাসক দলকে এক হাত নিয়ে বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, রাজ্যের ডিকে মন নেই মুখ্যমন্ত্রীর। পুলিশের কাজ কী শুধু বিরোধীদের আটকানো? রাজ্যে আইনশৃঙ্খলা নেই।

উল্লেক্ষ্য, শনিবার সাত সকালে গুলির শব্দে ঘুম ভাঙে তিলজলাবাসীর। দুষ্কৃতীদের দৌরাত্মের জেরে গুরুতর জখম হন বাবা-ছেলে। সকাল সাড়ে ৭টা নাগাদ বচসার জেরে প্রতিবেশী রাজু রাইকে লক্ষ্য করে গুলি চালায় স্থানীয় দুষ্কৃতী জীবোধ রাই। বোমাও ছোড়া হয়। পরে রাজুকে চপারের কোপ মারে দুষ্কৃতীরা।

স্থানীয়দের দাবি, বচসা চলাকালীন ঘটনাস্থলে তিন রাউন্ড গুলি চলে। তাতেই রাজু জখম হন। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। রাজুর বাবাও জখম হন। দু’জনকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করেন।

এদিকে এই শুট আউটকাণ্ডের পর চব্বিশ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গিয়েছে। তবে এখনও আতঙ্ক কাটেনি।