দীর্ঘ ১২ বছরের সম্পর্কে ইতি টানলো পিকে – শাকিরা !

শনিবার দীর্ঘ ১২ বছরের সম্পর্কে ইতি টানলো স্প‍্যানিশ বিশ্বকাপ জয়ী বার্সেলোনার ডিফেন্ডার পিকে এবং পপ তারকা শাকিরা।গত কয়েক দিন ধরেই দুজনের সম্পর্ক’কে কেন্দ্র নানান জল্পনার সৃষ্টি হয়েছিল।অবশেষে একটি সরকারি বিবৃতি দেওয়ার মধ্যে দিয়ে সমস্ত জল্পনার অবসান ঘটালেন তারা।

একটি স্প‍্যানিশ সংবাদ মাধ‍্যম প্রকাশিত সেই বক্তব‍্যে লেখা ছিলো,

   

“আপনাদের জানাতে দুঃখিত বোধ করছি, যে আমরা একে অপরের থেকে আলাদা থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছি।ছেলে মেয়েদের ভালোর কথা ভেবেই আমরা এই সিদ্ধান্তে এসেছি।আশা করি আপনারা আমাদের খানিকটা ব‍্যাক্তিগত পরিসর দেবেন।ধন্যবাদ আমাদের বোঝার জন্য।”

২০১০ সালে সাউথ আফ্রিকায় বিশ্বকাপ আয়োজন হওয়ার খানিকটা আগের থেকেই শাকিরা’র সারে পরিচয় পিকে’র।কলম্বিয়ার এই পপ তারকা সেই বছর ‘ওয়াকা ওয়াকা’ গানটি গেয়ে বিশ্বকাপের আসর মাতিয়ে দিয়েছিলেন।

সদ‍্য প্রাক্তন এই দম্পতির দুজন সন্তান আছেন, একজন ৯ বছর বয়সী মিলান,ছোটো জন শাশা,তার বয়স ৬।

স্প‍্যানিশ সংবাদ মাধ‍্যমে প্রকাশিত খবর অনুযায়ী অন‍্য মহিলার সাথে পরকীয়া করতে গিয়ে হাতে নাতে ধরা খান পিকে শাকিরার কাছে।এরপর বাড়ি থেকে তাড়িয়ে দেন শাকিরা এই স্প‍্যানিশ ফুটবলার’কে।শোনা যাচ্ছিলো বার্সেলোনায় সতীর্থ গাভি’র মায়ের সাথে সম্পর্কে জড়িয়েছিলেন পিকে,কিন্তু একাধিক সংবাদ মাধ‍্যম এই তত্ত্ব উড়িয়েছেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন