Subhash Bhowmick: সুভাষ ভৌমিকের অমৃতলোকে যাত্রার ছবি ভাইরাল সামাজিক মাধ্যমে

ময়দানে ফের শোকের ছায়া। প্রয়াত প্রাক্তন ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিক (Subhash Bhowmick)। শনিবার ভোর ৩.৩০ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুভাষ। ইস্টবেঙ্গল (East Bengal),…

Subhash Bhowmick

ময়দানে ফের শোকের ছায়া। প্রয়াত প্রাক্তন ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিক (Subhash Bhowmick)। শনিবার ভোর ৩.৩০ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুভাষ। ইস্টবেঙ্গল (East Bengal), মোহনবাগান (Mohun Bagan) এবং ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার এবং আসিয়ান কাপজয়ী কোচ সুভাষ ভৌমিক দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন।

সুগার এবং কিডনির অসুখে ভুগতে থাকা সুভাষকে প্রায় সাড়ে তিন মাস নিয়মিত ডায়ালিসিস করাতে হচ্ছিল। প্রায় বছর ২০ আগে বাইপাস সার্জারি হয়েছিল তাঁর। সপ্তাহ দুয়েক আগে বুকে সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছিলেন একবালপুরের একটি বেসরকারি নার্সিংহোমে। কোভিড-১৯ ভাইরাসেও আক্রান্ত হয়েছিলেন। এমতাবস্থায় কোভিডের জন্য ভৌমিক দার শেষ বারের মতো মৃতদেহ ইস্টবেঙ্গল ক্লাবে আনা সম্ভব হয়নি।

“ইস্টবেঙ্গল সমাচার” থেকে কিংবদন্তি ফুটবলার তথা কোচ সুভাষ ভৌমিকের শেষযাত্রার মুহুর্তের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়েছে।
অন্যদিকে,মহামেডান স্পোর্টিং ক্লাব সামাজিক মাধ্যমে পোস্ট করেছে,”ভারতীয় ফুটবলিং কিংবদন্তি এবং প্রাক্তন মহামেডান এসসি প্রধান কোচ সুভাষ ভৌমিকের প্রয়াণে শোকাহত 💐
আপনাকে স্মরণ করা হবে স্যার 🙏”
এদিন সাদা কালো শিবিরের ফুটবলারেরা সুভাষ ভৌমিকের প্রয়াণে নীরবতা পালন করে প্রার্থনা করে।সামাজিক মাধ্যমে তা পোস্ট করা হয়েছে। পোস্টের ক্যাপসনে বলা হয়েছে,”আমরা কিংবদন্তি ফুটবলার এবং কোচ শ্রী সুভাষ ভৌমিককে আমাদের শেষ শ্রদ্ধা জানাই🙏
শান্তিতে থাকুন স্যার 💐
#সুভাষ ভৌমিক”

এসসি ইস্টবেঙ্গল দল এখন গোয়াতে ইন্ডিয়ান সুপার লীগ(ISL) খেলতে। কিংবদন্তি ফুটবলার এবং কোচ সুভাষ ভৌমিকের মৃত্যু সংবাদ টিম হোটেলে পৌছতেই স্কোয়াড জুড়ে শোকের ছায়া নেমে আসে।এসসি ইস্টবেঙ্গল টুইটারে পোস্ট করেছে,”ক্লাব কিংবদন্তি সুভাষ ভৌমিকের স্মরণে আজ সকালে অনুশীলনের আগে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আমাদের হৃদয়ে, আপনি চিরকাল থাকবেন, 𝐒𝐢𝐫।”

কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব(CSJC) থেকে সংবর্ধিত করা হয়েছিল প্রবাদপ্রতিম প্রয়াত ফুটবলার তথা কোচ সুভাষ ভৌমিককে। বিড়লা সভাগৃহের ওই সংবর্ধনা সভাতেও ময়দানের চিরপরিচিত ডাকাবুকো ভোম্বলদা’কে নিজস্ব ছন্দে পাওয়া গিয়েছিল। ওই সংবর্ধনা সভাতেও ময়দানের ভোম্বলদা স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় উচ্চস্বরে বলতে থাকেন, “খাঁচা আছে খাঁচা খাঁচা” প্রয়াত ফুটবলার তথা কোচ সুভাষ ভৌমিকের এমন বার্তা তাতিয়ে তুলেছিল গোটা সভাগৃহে উপস্থিত সকলকে।

এসসি ইস্টবেঙ্গল থেকে টুইট পোস্ট করা হয়েছে,”কিংবদন্তি ফুটবলার, কোচ সুভাষ ভৌমিক প্রয়াত। শোকস্তব্ধ ‘অভিভাবকহীন’ ভারতীয় ক্রীড়াজগৎ।তাঁর আত্মার শান্তি কামনা করি।”ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে শনিবার সন্ধ্যেতে প্রাক্তন কিংবদন্তি ফুটবলার এবং কোচ সুভাষ ভৌমিকের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়।