East Bengal: আই এস এলের আগে চনমনে লাল হলুদ-শিবির

কলকাতা লিগের সুপার সিক্স পর্বে ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal) রিজার্ভ দল খিদিরপুর ক্লাবের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে। এরিয়ানের বিরুদ্ধে পরের খেলা আগামী বুধবার, নৈহাটি স্টেডিয়ামে।…

performance of East Bengal

কলকাতা লিগের সুপার সিক্স পর্বে ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal) রিজার্ভ দল খিদিরপুর ক্লাবের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে। এরিয়ানের বিরুদ্ধে পরের খেলা আগামী বুধবার, নৈহাটি স্টেডিয়ামে। অন্যদিকে, লাল হলুদ ব্রিগেডের সিনিয়র দল নিজেদের প্রস্তুতি ম্যাচ খেলেছে এরিয়ানের বিরুদ্ধে। ওই ম্যাচ স্টিফেন কনস্টাটাইনের ছেলেরা জিতেছে ৩-০ গোলে।

স্বভাবতই, ইস্টবেঙ্গলের সিনিয়র দল আর রিজার্ভ দলের সামগ্রিক পারফরম্যান্স মেলালে খেলোয়াড়দের মেজাজ ফুরফুরে। জয়ের মোটিভ নিয়েই বিনো জর্জের ছেলেরা এরিয়ানের বিরুদ্ধে ঝাঁপাবে কলকাতা লিগের টাইটেলশিপে জায়গা পাকা করার লক্ষ্যে। আর লাল হলুদের সিনিয়র দল ইন্ডিয়ান সুপার লিগ(ISL) শুরু হওয়ার আগে পুরোদস্তুর নিজেদের ঘষে মেজে নিচ্ছে জার্সিতে লাস্ট বয়ের তকমা ঝেড়ে ফেলতে।

মঙ্গলবার, ইমামি ইস্টবেঙ্গল টুইট পোস্ট করে।ওই টুইট পোস্টের ক্যাপসনে লেখা,”নিজেদের সেরা সংস্করণ হতে চেষ্টা – প্রতিদিন! ✊
ও ইস্টবেঙ্গল, চলো!
#JoyEastBengal #EmamiEastBengal #IndianFootball ” প্রিয় দলের কাছ থেকে লাল হলুদ জনতার একটাই প্রত্যাশা গত ২০২১-২২ ISL’র পুনরাবৃত্তি আর না ঘটে। হোসে মানুয়েল দিয়াজের হাত থেকে তিন ম্যাচের জন্য অন্তবর্তীকালীন হেডকোচ হয়েছিলেন রেনেডি সিং। তিন ম্যাচের ডেডলাইন শেষ আবার এসসি ইস্টবেঙ্গল কোচ হিসেবে সামনে আসে স্প্যানিয়ার্ড মারিও রিভেরা। টানা ১১ ম্যাচ জয়ের মুখ না দেখা একটা দল এসসি ইস্টবেঙ্গল গত ISL সিজনে ১২ নম্বর ম্যাচে এসে জয়ের মুখ দেখে,এফসি গোয়ার বিরুদ্ধে। নাওরেম মহেশ সিংর জোড়া গোলে জয় পায় লাল হলুদ শিবির। এরপর আর জয় কি জিনিস তা ভুলেই গিয়েছে পদ্মা পাড়ের ক্লাব। এরই সঙ্গে লাল হলুদ জার্সিতে লাস্ট বয়ের লেবেল সাঁটানো তো রয়েইছে।

অতি বড় লাল হলুদ সমর্থক ২০২২-২৩ সিজনে প্রিয় দল প্রস্তুতি ম্যাচে জয়ের মুখ দেখছে এই দেখার বিশ্বাসে বুক হাত রেখে বলতে পারবে না প্রস্তুতি ম্যাচের রেজাল্ট ISL প্রতিপক্ষ দলের বিরুদ্ধে দেখা যাবে। কেননা, প্রস্তুতি ম্যাচের টেম্পারমেন্ট আর টাইটেলশিপে জায়গা পাকা করার লড়াই’র টেম্পারমেন্টের মধ্যে আকাশ পাতাল তফাৎ।

৭ অক্টোবর ISL টুর্নামেন্ট শুরু হচ্ছে, চলতি মরসুমের। কেরালা ব্লাস্টার্স এফসির বিরুদ্ধে ম্যাচ দিয়ে ISL’র ঢাকে কাঠি পড়ার সাথে ইস্টবেঙ্গল টাইটেলশিপে নিজেদের অভিযানে নামবে। প্রথম ৫ ম্যাচে স্টিফেন কনস্টাটাইনের ছেলেরা প্রতিপক্ষ দলের বিরুদ্ধে কেমন পারফরম্যান্স করে এর ওপরেই ২০২২-২৩ ISL সিজনে লাল হলুদ ব্রিগেডের পাওয়া না পাওয়া, লাল হলুদ জনতার আবেগ আর সবথেকে বড় হল লাল হলুদ জার্সিতে যে লাস্ট বয়ের তকমা সেটে রয়েছে তা আদৌ উধাও হবে কিনা।হতাশ লাল হলুদ জনতা তাই প্রহর গুণে চলেছে ISL’র ঢাকে কাঠি পড়ার আওয়াজ শোনার জন্য।