খাতা খুলতে পারলেন না মনোজ-অনুষ্টুপ, ব্যাটিং ধসে ব্যাকফুটে বাংলা

রঞ্জি ট্রফির প্রথম দিনটা ছিল বাংলার। কিন্তু দ্বিতীয় দিনেই ঘুরে গেল ম্যাচের মোড়। সেইসঙ্গে আবারও প্রশ্ন উঠে গেল বাংলার টিম ম্যানেজমেন্টকে ঘিরে। তরুণদের সুযোগ না…

রঞ্জি ট্রফির প্রথম দিনটা ছিল বাংলার। কিন্তু দ্বিতীয় দিনেই ঘুরে গেল ম্যাচের মোড়। সেইসঙ্গে আবারও প্রশ্ন উঠে গেল বাংলার টিম ম্যানেজমেন্টকে ঘিরে। তরুণদের সুযোগ না দিয়ে এখনও কেন মনোজ তিওয়ারি-অনুষ্টুপ মজুমদারদের বয়ে বেড়াচ্ছে বাংলা, তা নিয়ে সরব হয়েছে সব মহল।

ইশান পোড়েল, আকাশ দীপদের মতো তরুণ বোলাররা দাপট দেখিয়েছিলেন প্রথম দিন। বাংলা পেস আক্রমণ্রে রোষে মাত্র ১৮১ রানে প্রথম ইনিংসে অলআউট হয়ে গিয়েছিল বরোদা। বোলাররা নিজেদের কাজ ঠিক মতো করলেও, পুরোপুরি ব্যর্থ বাংলার ব্যাটাররা। প্রথম দিনই অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের উইকেট খুইয়ে কিছুটা চাপে ছিল বাংলা। শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিন তাসের ঘরের মতো ভেঙে পড়েন অরুণ লালের শিষ্যরা। মাত্র ৮৮ রানে গুটিয়ে যায় বঙ্গ ব্রিগেড। খাতাই খুলতে পারেননি দলের দুই সিনিয়র ক্রিকেটার মনোজ ও অনুষ্টুপ। এছাড়া শেষ তিনজন অর্থাৎ আকাশ দীপ, মুকেশ কুমার ও ঈশান পোড়েলও রানের মুখ দেখেননি।

এদিন আর এক অভিজ্ঞ ক্রিকেটার সুদীপ চট্টোপাধ্যায়কে (১১) দিয়েই শুরু হয় বঙ্গ ক্রিকেটারদের প্যাভিলিয়নে ফেরার হিড়িক। পরের ওভারেই পরপর মনোজ ও অনুষ্টুপের উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় বাংলা। অপর ওপেনার সুদীপ ঘরামিও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। ২১ রানে ফেরেন তিনি। তবে তাঁর রান আর কোনও বঙ্গ ক্রিকেটার টপকাতে পারেননি। বাংলার হয়ে রঞ্জি অভিষেক হওয়ার উইকেটরক্ষক অভিষেক পোড়েলেরও অবদান ২১। এছাাড় শাহবাজ আহমেদ (২০) দু’অঙ্কের রানের মুখ দেখেছেন। বরোদার হয়ে পেসার অতীত শেঠ একাই পাঁচ উইকেট নেন। বাঁহাতি পেসার লুকম্যান মেরিওয়ালা নিয়েছেন তিনটি উইকেট। একটি উইকেট পান অভিমন্যু রাজপুত।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বরোদা। দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেটে বরোদার স্কোর ১৪৪। অর্থাৎ বাংলার থেকে এখনই ২৩৭ রানে এগিয়ে রয়েছে তারা। অধিনায়ক কেদার দেবধর ওপেন করতে নেমে ৪১ রান করেন। ৩৯ রানে অপরাজিত রয়েছেন প্রত্যুষ কুমার। এছাড়া সেভাবে কেউ বড় রানের মুখ দেখেননি। তারকা অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়া ফের ব্যর্থ। ১০ রান করেছেন তিনি। বাংলার হয়ে ঈশান দুটি এবং আকাশ ও শাহবাজ একটি করে উইকেট পেয়েছেন।