ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দিলেন মনিন্দর সিং

ইস্টবেঙ্গল ক্লাবের হকি দলে যোগ দিলেন ভারতের সারা জাগানো খেলোয়াড় মনিন্দর সিং। শুক্রবার ইস্টবেঙ্গল ক্লাব তাবুতে এসে ভারতের এই তরুণ প্রতিভাবান হকি খেলোয়াড় মনিন্দর সিং’কে…

ইস্টবেঙ্গল ক্লাবের হকি দলে যোগ দিলেন ভারতের সারা জাগানো খেলোয়াড় মনিন্দর সিং।
শুক্রবার ইস্টবেঙ্গল ক্লাব তাবুতে এসে ভারতের এই তরুণ প্রতিভাবান হকি খেলোয়াড় মনিন্দর সিং’কে লাল হলুদ উত্তরীয় পড়িয়ে বরণ করে দলের শীর্ষকর্তা দেবব্রত সরকার সহ ক্লাবের অন্যান্য হকি দলের কর্তারা।

FIH পুরুষদের জুনিয়র বিশ্বকাপে মনিন্দর ভারতীয় হকি দলে ফরোয়ার্ড পজিশনের খেলোয়াড় ছিলেন। চণ্ডীগড়ের হকি একাডেমি থেকে উঠে আসা মনিন্দর ভারতের জাতীয় হকি দলের সম্পদ।মনিন্দর সঙ্গরুরের কাছের ভাগড়িয়া গ্রামের বাসিন্দা এবং ২০১০ সালে চণ্ডীগড় হকি একাডেমি, সেক্টর ৪২’এ যোগদান করেন।সেক্টর ৪২’এ কোচ গুরমিন্দর সিং’র কাছে প্রশিক্ষণ নিয়েছে মনিন্দর সিং। আর্জেন্টিনায় অনুষ্ঠিত ২০১৮ সালের যুব অলিম্পিকে মনিন্দর ভারতীয় দলের জার্সি গায়ে পারফর্ম করেন এবং ওই টুর্নামেন্টে ভারত রুপোর পদক জিতেছিল।

মনিন্দর সিং’র কোচ গুরমিন্দর সিং’র কথায়,”গত কয়েক বছর ধরে মনিন্দর ভাল ফর্মে রয়েছে।” লাল হলুদ জার্সি গায়ে পাঞ্জাব ‘পুত্তর’ হকির স্ট্রিকে কতটা জাদু ছড়াতে পারে তা দেখার অপেক্ষায় রয়েছে ক্লাব সমর্থকরা।
ফুটবল ছাড়াও, ইস্টবেঙ্গল ১৯৫৭ সালে প্রথমবারের মতো বেটন কাপ হকি টুর্নামেন্ট এবং ১৯৬০ সালে বেঙ্গল হকি অ্যাসোসিয়েশন লিগ জিতেছিল।

কলকাতা হকি লীগে ২০২২ সালের ইস্টবেঙ্গল ক্লাবের হকি টিম :

বিকাশ ধাইয়া (অলিম্পিয়ান),প্রদীপ সিং মোর (অলিম্পিয়ান),অনুপ বাল্মীকি (ভারতের হয়ে খেলেছেন),যুবরাজ বাল্মীকি (ভারতের হয়ে খেলেছেন),মনপ্রীত (ভারতের হয়ে খেলেছেন),অজিত কুমার পাণ্ডে (ভারতের হয়ে খেলেছেন),রৌশান কুমার (ভারতের হয়ে খেলেছেন),হরজিৎ সিংহ (ভারতের হয়ে খেলেছেন),
চন্দন সিং (ভারতের হয়ে খেলেছেন),মনিন্দর সিং (ভারতের হয়ে খেলেছেন),প্রভজোত সিং (ভারতের হয়ে খেলেছেন),ইক্তিদার ইসরাত,প্রথম শর্মা,আদিত্য সিংহ,নীতিশ নেওপানে,রোহিত,বালকার সিংহ
যোগরাজ সিংহ,রাজু পাল,অতুল দ্বীপ,মোহিত,অর্জুন যাদব,পবন সিংহ চৌহান,নরেশ কুমার চৌধুরী
প্রশিক্ষক : যোগরাজ সিং (অলিম্পিয়ান) এবং গুরদীপ
ট্রেনার : হরি দাস নস্কর
ফিজিও : রতন।