Deepika Padukone: শুটিং চলাকালীন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি দীপিকা পাড়ুকোন

42
Deepika Padukone got sick

সামনে এই পরপর অনেকগুলি ছবি মুক্তির কথা রয়েছে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone)। তারই মধ্যে বারবার শুটিং সেটেই অসুস্থ হচ্ছেন অভিনেত্রী। প্রসঙ্গত গত জুন মাসেও তিনি শুটিং করতে করতেই অসুস্থতা বোধ করেন। তবে তার পরে সুস্থ হয়ে আবার শুটিংয়ে ফিরেছিলেন অভিনেত্রী।

আবার শোনা যাচ্ছে যে ‘প্রোজেক্ট কে’র শুটিং করতে করতেই গত সোমবার রাতে অসুস্থ বোধ করেন দীপিকা। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ডাক্তাররা অভিনেত্রীকে নিজেদের তত্ত্বাবধানে রাখেন। অনেক রকম টেস্ট করানো হয় তার।বর্তমানে অভিনেত্রী সুস্থই রয়েছেন।

প্রসঙ্গত অভিনেত্রী ‘প্রজেক্ট কে’ ছবিতে দক্ষিণী অভিনেতা প্রভাস এর বিপরীতে অভিনয় করছেন। এই ছবির মাধ্যমেই তিনি তেলেগু ছবিতে পা রাখছেন। এছাড়া শাহরুখ খানের সাথে ‘পাঠান’ ছবিতে অভিনয় করবেন দীপিকা। এবং ঋত্বিকের সাথে একটি ছবিতে অভিনয় করার কথা তার। এতগুলো কাজ নিয়ে ও বারবার অসুস্থ হয়ে পড়ছেন অভিনেত্রী তাই নিয়ে চিন্তিত তার অনুরাগীরা। প্রসঙ্গত তাকে শেষ বড় পর্দায় দেখা গিয়েছিল ‘গেহরাইয়াঁ’ ছবিতে। তার সঙ্গে অভিনয় করেছিলেন সিদ্ধান্ত চতুর্বেদী।

(সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে পান। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram এবং Facebook পেজ)