মহিলাদের টেবিল টেনিসে ইতিহাস, প্রথমবার অলিম্পিকের কোয়ার্টারে টিম ইন্ডিয়া

Paris Olympics 2024: টেবিল টেনিসে মহিলাদের টিম ইভেন্টে ভারতীয় দল ইতিহাস কায়েম করেছে। রোমানিয়ার বিরুদ্ধে ভারত ৩-২ ব্যবধানে জয়লাভ করার পাশাপাশি কোয়ার্টার ফাইনালের টিকিট কনফার্ম…

Paris Olympics 2024 Manika Batra

Paris Olympics 2024: টেবিল টেনিসে মহিলাদের টিম ইভেন্টে ভারতীয় দল ইতিহাস কায়েম করেছে। রোমানিয়ার বিরুদ্ধে ভারত ৩-২ ব্যবধানে জয়লাভ করার পাশাপাশি কোয়ার্টার ফাইনালের টিকিট কনফার্ম করে ফেলেছে। এই ম্যাচে ভারতের হয়ে মনিকা বাত্রা দুর্দান্ত পারফরম্যান্স করলেন। তিনি নিজের দুটো সিঙ্গলস ম্যাচেই জয়লাভ করেছেন। এছাড়া ডাবলস ম্যাচে শ্রীজা আকুলা এবং অর্চনা কামথ জুটি জয়লাভ করেছে। মহিলাদের টিম ক্যাটেগরিতে এই প্রথমবার অংশগ্রহণ করেছে। আর প্রথম প্রচেষ্টায় কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করে কার্যত ইতিহাস কায়েম করেছে টিম ইন্ডিয়া। শেষ আটে জার্মানি কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভারতকে খেলতে হবে।

এই ইভেন্টের শুরু থেকেই কাঁটায় কাঁটায় টক্কর দেখতে পাওয়া যায়। শুরুতেই ডাবলস এবং সিঙ্গলস ম্য়াচ জিতে টিম ইন্ডিয়া ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল। কিন্তু, এগিয়ে গিয়েও আচমকা ধাক্কা খায় টিম ইন্ডিয়া। তৃতীয় ম্যাচে শ্রীজা আকুলা সিঙ্গলস ম্যাচ হারতেই হয় ছন্দপতন। ব্যবধান কমিয়ে আনে রোমানিয়া। এরপর তারা ২-২ ব্যবধানে সমতাও ফিরিয়ে আনে। কিন্তু, ওখানেই শেষ। অন্তিম ম্যাচে নিজের সেরা পারফরম্যান্স উজাড় করে দেন মনিকা। অবশেষে ভারতের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়।

   

নজর কাড়লেন মনিকা বাত্রা
চতুর্থ ম্যাচের পর ভারত এবং রোমানিয়ার মধ্যে পয়েন্ট পার্থক্যে সমতা ফিরে আসে। আর ঠিক সেই মাহেন্দ্রক্ষণেই জ্বলে উঠলেন মনিকা। তিনি স্ট্রেট গেমে রোমানিয়ার প্রতিপক্ষকে পরাস্ত করেন। পঞ্চম গেমে তিনি ১১-৫, ১১-৯ এবং ১১-৯ ব্যবধানে রোমানিয়ার প্যাডলারকে উড়িয়ে দেন। আর সেইসঙ্গে কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করেছে ভারতের মহিলা টেবিল টেনিস দল।

লিড বাড়ালেন শ্রীজা-অর্চনা জুটি
প্রথম ডাবলস ম্য়াচে শ্রীজা আকুলা এবং অর্চনা কামথ জুটি রোমানিয়ার এডিনা এবং সামারার বিরুদ্ধে খেলতে নেমেছিল। ভারতের এই জুটি রোমানিয়ার বিরুদ্ধে ১১-৯, ১২-১০ এবং ১১-৭ ব্যবধানে জয়লাভ করেছে। দ্বিতীয় ম্যাচে মনিকা বার্নাডেটকে ১১-৫, ১১-৭ এবং ১১-৭ ব্যবধানে পরাজিত করেন। টানা দুটো ম্যাচে জয়ের পর ভারতীয় মহিলা টেবিল টেনিস দল ২-০ ব্যবধানে এগিয়ে যায়।

তৃতীয় ম্যাচে এলিজাবেথ সামারার বিরুদ্ধে সিঙ্গলস ম্যাচে হেরে যান শ্রীজা আকুলা। এরপর অর্চনা কামথও বার্নাডেটের বিরুদ্ধে পরাস্ত হন। তিনি ৫-১১, ১১-৮, ৭-১১, ৯-১১ ব্যবধানে হেরে যান। এরপর এই ইভেন্টে ২-২ ব্যবধানে সমতা ফিরে আসে।