অবশেষে মিলল সোনার পদক, আনন্দে আত্মহারা ভিনেশ ফোগাট

২০২৪ প্যারিস অলিম্পিকে ফাইনালে নামার সুযোগ পাননি ভারতের তারকা মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাট (Vinesh Phogat Gold Medal)। ইতিমধ্যেই ভারতে ফিরে এসেছেন তিনি। আর দেশের মাটিতে…

Vinesh Phogat

২০২৪ প্যারিস অলিম্পিকে ফাইনালে নামার সুযোগ পাননি ভারতের তারকা মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাট (Vinesh Phogat Gold Medal)। ইতিমধ্যেই ভারতে ফিরে এসেছেন তিনি। আর দেশের মাটিতে পা রাখতে না রাখতেই সবাই তাঁকে আন্তরিত শুভেচ্ছা জানিয়েছেন। এমনকী, দিল্লি বিমানবন্দরে তাঁকে স্বাগত জানানোর জন্য কয়েক হাজার সমর্থক উপস্থিত হয়েছিলেন। বিমানবন্দর থেকে বাড়ি পর্যন্ত ভিনেশকে হুডখোলা গাড়িয়ে চাপিয়ে নিয়ে আসা হয়েছে। তাঁর গলায় মালা দেওয়া হয় এবং রাস্তার বিভিন্ন জায়গায় পুষ্পবৃষ্টিও করা হয়েছে। আর গ্রামে আসতে না আসতেই ভিনেশকে সোনার পদক দেওয়া হয়েছে। সেই ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে।

হরিয়ানার একটি ছোট গ্রাম বলালিতে থাকেন ভিনেশ ফোগাট। গ্রামের বয়স্করা ভিনেশকে সাদর আমন্ত্রণ জানান এবং তাঁর গলায় সোনার পদক ঝুলিয়ে দেওয়া হয়। এই পুরস্কার গ্রহণ করার পর ভিনেশ রীতিমতো উচ্ছ্বসিত হয়ে ওঠেন। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, এমন একটি সম্মান পেয়ে তিনি যারপরনাই গর্বিত। এই অনুষ্ঠানে আশপাশের গ্রাম থেকে একাধিক মানুষ হাজির হয়েছিলেন।

   

 

কী বললেন ভিনেশ ফোগাট?
ভিনেশ ফোগাট বললেন, ‘যদি আমি নিজের গ্রামে মহিলাদের প্রশিক্ষিত করতে পারি এবং সেই লক্ষ্যে সফল হই; তাহলে তার থেকে বড় আনন্দ আর কিছু আমার জীবনে হতে পারে না। যদি এই গ্রাম থেকে কোনও কুস্তিগীর উঠে আসতে না পারেন, তাহলে এর থেকে আর দুঃখজনক কোনও ঘটনা থাকতে পারে না।’ সঙ্গে তিনি আরও যোগ করেছেন, গ্রামের মহিলারা তাঁকে আশ্বস্ত করেছেন যে কুস্তি খেলাকে তাঁরাও নিজেদের কেরিয়ার হিসেবে দেখবেন।

প্যারিস অলিম্পিকে বড়সড় ধাক্কা খেয়েছিলেন ভিনেশ
ভারতের এই মহিলা কুস্তিগীর আরও যোগ করলেন, ‘গ্রামের মহিলারা অনেককিছুই অর্জন করতে পারেন। শুধুমাত্র পরিবারের সমর্থন প্রয়োজন। এই সম্মান এবং ভালোবাসার জন্য গোটা গ্রামকে ধন্যবাদ জানান তিনি। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে প্যারিস অলিম্পিকের ফাইনাল রাউন্ডের যোগ্যতা অর্জন করতে পারেনি। মাত্র ১০০ গ্রাম অতিরিক্ত শারীরিক ওজনের কারণে তাঁকে বাদ দেওয়া হয়। এরপর বিশেষ আদালতে পিটিশন দাখিল করা হলেও, সেই আবেদনে সাড়া দেওয়া হয়নি।