World Cup 2023: ভারতের পর অস্ট্রেলিয়ার কাছেও হারল পাকিস্তান

বিশ্বকাপ ২০২৩ এ (World Cup 2023) পরপর দুটি ম্যাচে বাড়ল পাকিস্তান। জয়ের সরণিতে রইল অস্ট্রেলিয়া। বিশ্বকাপ অভিযান আশানুরূপ করতে না পারলেও নিজেদের লয় খুঁজে পাচ্ছেন…

Pakistan also lost to Australia

বিশ্বকাপ ২০২৩ এ (World Cup 2023) পরপর দুটি ম্যাচে বাড়ল পাকিস্তান। জয়ের সরণিতে রইল অস্ট্রেলিয়া। বিশ্বকাপ অভিযান আশানুরূপ করতে না পারলেও নিজেদের লয় খুঁজে পাচ্ছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। শুক্রবার হাই স্কোরিং ম্যাচে দুই দলই করেছে তিনশোর বেশি রান। লড়াই করলেও শেষ পর্যন্ত জিততে পারেনি পাকিস্তান।

এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ম্যাচের পর প্রশ্ন উঠতে পারে তার এই সিদ্ধান্ত আদৌ সঠিক ছিল কি না। শাহীন আফ্রিদি পাঁচ উইকেট নিলেও ততক্ষণে রানের পাহাড়ে উঠতে শুরু করে দিয়েছিল অস্ট্রেলিয়া। দলের দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ করেছেন সেঞ্চুরি। এই দুই ব্যাটসম্যান ছাড়া অস্ট্রেলিয়ার বাকি ব্যাটসম্যানরা উল্লেখযোগ্য রান করতে পারেননি।

   

ওপেনিং উইকেটে ২৫৯ রান তোলে অস্ট্রেলিয়া। ১৪ টি বাউন্ডারি ও ৯ টি ওভার বাউন্ডারির সাহায্যে ওয়ার্নার করেন ১২৪ বলে ১৬৩ রান। মিচেল মার্শ ১০ টি বাউন্ডারি ও ৯ টি ওভার বাউন্ডারি দিয়ে সাজিয়েছিলেন ১০৮ বলে ১২১ রানের ইনিংস। প্রথম ইনিংসে ব্যাট করে নির্ধারিত পঞ্চাশ ওভারে অস্ট্রেলিয়ায় স্কোর ৩৬৭/৯।

দ্বিতীয় ইনিংসের শুরুটা পাকিস্তানও ভালো করেছিল। ইমাম উল হক (৭০ রান) ও আশফাক (৬৪ রান) সফিকের যুগলবন্দিতে ওপেনিং উইকেটে ১৩৪ রান তোলে পাকিস্তান। মিডল অর্ডারে কিছুটা চেষ্টা করেছিলেন মহম্মদ রিজওয়ান (৪৬ রান), শাকিল (৩০ রান)। এই ম্যাচেও অফ ফর্মে বাবর। অস্ট্রেলিয়ার হয়ে অ্যাডাম জাম্পা নিয়েছেন চার উইকেট। ৪৫.৩ ওভারে ৩০৫ রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস। ৬২ রানে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।