আজ মহাষষ্ঠী। বর্তমানে দুর্গা পুজোর আমেজে মাখামাখি গোটা বাংলা। শহর থেকে জেলা সবখানেই মানুষের ঢল নেমেছে মন্ডপ গুলিতে। বলতে গেলে শারদ উৎসব তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে সকলে। এবার সেই উত্তেজনায় কয়েকগুণ বাড়িয়ে দিলেন বাগান অধিনায়ক শুভাশিস বোস (Subhasish Bose)। ক্লাবের ফেসবুক পেজ থেকে ঘন্টাকয়েক আগেই আপলোড করা হয় বিশেষ ভিডিও। যেখানে মোহনবাগানের প্রাকটিস কিটে দেখা গিয়েছে অধিনায়ক শুভাশিস বোসকে। যা সহজেই নজর কেড়েছে সকলের।
ভিডিওতে বাগান অধিনায়ক বলেন, “বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আমি মোহনবাগান অধিনায়ক হিসেবে সকল সমর্থকদের জানাই দুর্গা পুজোর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের পুজো খুব ভালো কাটুক। নিজেদের পরিবারের সঙ্গে খুব ভালো সময় কাটান। খুব খুব ভালো থাকুন।” বর্তমানে সবুজ-মেরুন সমর্থকদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে এই ভিডিও।
মোহনবাগান পরিবারের পক্ষ থেকে সবার জন্যে রইল শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা 💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/sX3weLnv7A
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) October 20, 2023
এই সময়ে শহরজুড়ে পুজোর আমেজ থাকলেও বর্তমানে তা থেকে অনেকটাই দূরে বাগান ফুটবলাররা। আসলে আগামী ২৪ তারিখ ওডিশার কলিঙ্গ স্টেডিয়ামে এএফসি কাপের ম্যাচ খেলতে শক্তিশালী বসুন্ধরা কিংসের মুখোমুখি হতে চলেছে মেরিনার্সরা। এই ম্যাচ জিতলেই এএফসি কাপের গ্রুপ পর্বের শীর্ষস্থানে চলে আসবে কলকাতার এই প্রধান। তাই এই ম্যাচকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন বাগান কোচ হুয়ান ফেরেন্দো।