সবুজ-মেরুনের বিপক্ষে যথেষ্ট আশাবাদী রহিম আলি, কি বলছেন তারকা?

আজ রাতে আইএসএলে নিজেদের প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে নামছে মোহনবাগান সুপারজায়ান্টস। প্রতিপক্ষ হিসেবে রয়েছে ওয়েন কোয়েলের চেন্নাইয়িন এফসি। উল্লেখ্য, এবারের এই ফুটবল লিগে এখনো পর্যন্ত…

Rahim Ali, forward from Chennai FC, potentially joining East Bengal FC

আজ রাতে আইএসএলে নিজেদের প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে নামছে মোহনবাগান সুপারজায়ান্টস। প্রতিপক্ষ হিসেবে রয়েছে ওয়েন কোয়েলের চেন্নাইয়িন এফসি। উল্লেখ্য, এবারের এই ফুটবল লিগে এখনো পর্যন্ত খাতা খুলতে না পারলেও নিজেদের ঘরের মাঠে যে পূর্ন শক্তি ব্যবহার করে ম্যাচ জেতার চেষ্টা করবে চেন্নাইয়িন দল তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

তবে এই দলের দুই পুরোনো ফুটবলার তথা অনিরুদ্ধ থাপা ও বিশাল কাইথ প্রতিপক্ষের একাদশে থাকায় কিছুটা হলেও যে বাড়তি আত্মবিশ্বাস পাবে বাগান শিবির সেটা বলা যায়। তবে সেইসব খুব একটা মানতে নারাজ চেন্নাইয়িন কোচ।

গতকাল, সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে তিনি বলেন অনিরুদ্ধ থাপা, বিশাল কাইথ ও ছাংতের মতো ফুটবলার বহু বছর আমাদের দলে খেলেছেন। বর্তমানে প্রত্যেকেই নিজেদের সেরা ফর্মে রয়েছে। তাছাড়া আমাদের দলের সঙ্গে ও তাদের যথেষ্ট নিবিড় সম্পর্ক রয়েছে। কিন্তু তাদের অনুপস্থিতিতে ও আমাদের দল যথেষ্ট লড়াই করতে পারে। আমরা নিজেদের ঘরের মাঠে তিন পয়েন্ট পাওয়ার চেষ্টা করবো।

একইভাবে আত্মবিশ্বাসের সুর শোনা যায় চেন্নাইয়িন দলের ফরোয়ার্ড রহিম আলীর গলায়। তিনি বলেন, এটি আমাদের হোম ম্যাচ যা অনেক ভালো দিক। তাছাড়াও আমরা লড়াই করার জন্য যথেষ্ট প্রস্তুত। কোচের নির্দেশ মতোই আমরা খেলবো। এছাড়াও দলের ফুটবলাররা সকলেই জানেন তাদের কি করতে হবে। তাই সবদিক বজায় রাখতে পারলে আমরা প্রথম জয় তুলে নিতে পারবো।