মাঠে নামার আগেই চেন্নাইন এফসির পরিকল্পনা পড়ে ফেলেছেন ফেরান্দো!

ইন্ডিয়ান সুপার লীগ জয়ী দলের কোচ। তারকা খচিত দল সামলাচ্ছেন, ধারাবাহিকভাবে রয়েছেন জয়ের সরণীতে। মোহন বাগান সুপার জায়ান্টের কোচ হুয়ান ফেরান্দোকে (Mohan Bagan Super Giant’s…

Mohun Bagan coach Juan Ferrando

ইন্ডিয়ান সুপার লীগ জয়ী দলের কোচ। তারকা খচিত দল সামলাচ্ছেন, ধারাবাহিকভাবে রয়েছেন জয়ের সরণীতে। মোহন বাগান সুপার জায়ান্টের কোচ হুয়ান ফেরান্দোকে (Mohan Bagan Super Giant’s Coach Juan Ferrando) নিয়ে যত সমালোচনাই হোক না কেন, তাঁর ফুটবল বুদ্ধির প্রশংসা করতেই হয়। চলতি আইএসএল মরসুমের প্রথম অ্যাওয়ে ম্যাচে নামার আগে বড় মন্তব্য করেছেন মোহন বাগান সুপার জায়ান্টের স্প্যানিশ কোচ।

পরপর দুই ম্যাচে জিতে আপাতত স্বস্তিতে রয়েছে মোহন বাগান সুপার জায়ান্ট। এবার বাইরের মাঠে খেলা। আজ বাগানের ম্যাচ রয়েছে চেন্নাইন ফুটবল ক্লাবের বিরুদ্ধে। অ্যাওয়ে ম্যাচ হলেও তিন পয়েন্ট লক্ষ্য সবুজ মেরুন ব্রিগেডের। হুয়ানের কথায়, “অ্যাওয়ে ম্যাচ আমরা এক পয়েন্টের লক্ষ্য নয়, “তিন পয়েন্ট জিততেই নামব। এই লীগে সব দলই কঠিন প্রতিপক্ষ। সবাই ভাল খেলছে। ফলে চেন্নাইনের বিরুদ্ধেও আমাদের তিন পয়েন্ট পেতে হবে।”

হুয়ানের পর্যবেক্ষণ, “কয়েকটা ম্যাচ দেখলে বুঝবেন, ঘরের মাঠে দলগুলো জিতছে। কিন্তু বাইরে গিয়ে পুরো পয়েন্ট পাওয়া বেশ কঠিন হয়ে যাচ্ছে। আমরা ঘরের মাঠে দুটো ম্যাচে জিতে ওখানে যাচ্ছি। দুটো ম্যাচে জেতার পর আমাদের দলও অবশ্য ভাল খেলবে।”

প্রতিপক্ষ দল নিয়ে বাগান কোচ যে ভালোই পড়াশুনা করেছেন সেটা তাঁর কথা থেকে স্পষ্ট। অ্যাওয়ে ম্যাচে নামার আগে প্রতিপক্ষের সম্ভাব্য পরিকল্পনা নিয়েও মন্তব্য করেছেন ফেরান্দো, “মনে হয় ঘরের মাঠে ওরা আগ্রাসী ফুটবলই খেলবে। ওরা উচ্চাকাঙ্খী দল। আশা করি দুই দলের মধ্যে ভাল লড়াই হবে।”