Kalinga Super Cup: ডার্বি নিয়ে যথেষ্ট আশাবাদী ক্লেটন, কী বলছেন এই তারকা?

বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আজ কলিঙ্গ সুপার কাপের (Kalinga Super Cup) ডার্বি খেলতে নামছে ময়দানের দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহনবাগান…

East Bengal Footballer Cleiton Silva

বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আজ কলিঙ্গ সুপার কাপের (Kalinga Super Cup) ডার্বি খেলতে নামছে ময়দানের দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহনবাগান সুপারজায়ান্টস ফুটবল দল। যার জন্য বহুদিন ধরেই অপেক্ষায় ছিল ফুটবলপ্রেমীরা। তবে এই ম্যাচ ওডিশায় হলেও উন্মাদনা একটুও কমেনি সমর্থকদের মধ্যে।

আরও পড়ুন: Kalinga Super Cup: প্রথম ম্যাচ জিতলেও ইস্টবেঙ্গলের চিন্তার চার কারণ 

তাছাড়া এই ম্যাচের মাধ্যমেই নির্ধারিত হবে যে কারা চলে যাবে পরবর্তী রাউন্ডে। এক্ষেত্রে যেকোনো মূল্যেই জয় পেতে হবে মোহনবাগান দলকে। অন্যদিকে, ড্র করলেও অ্যাডভান্টেজ থাকবে লাল-হলুদের। তবে অমীমাংসিত ফলাফলের বদলে জয়ের দিকেই নজর রয়েছে দলের স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাতের। সেইমতো গত কয়েকদিন ধরে দলকে অনুশীলন করিয়েছেন তিনি।

আরও পড়ুন: Asian Cup: গোল দেওয়ার ব্যাপারে সুনীলের ধারেকাছে নেই অন্য কোনো স্ট্রাইকার 

তবে জাতীয় দলের জন্য এই ম্যাচ খেলতে পারবেন না দলের অন্যতম ভরসাযোগ্য উইঙ্গার নাওরেম মহেশ সিং। এছাড়াও রক্ষনভাগের অন্যতম দাপুটে তারকা লালচুংনুঙ্গা। তবে দলের ইতিবাচক পারফরম্যান্স নিয়ে যথেষ্ট আশাবাদী তিনি। বলতে গেলে এবারের এই ফুটবল টুর্নামেন্টে শুরু থেকেই অনবদ্য ছন্দে থেকেছে মশাল ব্রিগেড। প্রথম ম্যাচে তারা পরাজিত করেছে আইএসএলের দাপুটে দল হায়দরাবাদ এফসিকে‌। তারপর সেই ধারা বজায় রেখেই দ্বিতীয় ম্যাচে জয়। এবার তারা পরাজিত করে আইলিগের শক্তিশালী দল শ্রীনিধি ডেকান এফসিকে। এবার চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগানের বিপক্ষে খেলতে হবে তাদের।

আরও পড়ুন:  Fact Check: হাবাসকে সরিয়ে মোহনবাগানে আন্দ্রে ভিলাস বোয়াস? জানুন সম্ভাবনা কতটা

এই প্রসঙ্গে দলের অন্যতম ভরসাযোগ্য স্ট্রাইকার ক্লেটন সিলভা বলেন, এই ম্যাচে উভয় দলের লক্ষ্য থাকবে জয় ছিনিয়ে নিয়ে পরবর্তী রাউন্ডে নিজেদের স্থান করে নেওয়া। তাছাড়া ফুটবল এমন একটা খেলা যেখানে ড্র করার ভাবনা থাকলে যথেষ্ট চাপ দেখা দিতে পারে। তাই পুরো তিন পয়েন্টের জন্য লড়াই করতে হবে আমাদের।

উল্লেখ্য, রেকর্ড অনুযায়ী দেখলে এর আগে কোনো ডার্বিতে গোল পাননি ক্লেটন। তাই এবারের এই সুবর্ণ সুযোগ কাজে লাগানোই অন্যতম লক্ষ্য থাকবে এই ব্রাজিলিয়ান তারকার।