East Bengal: লাল-হলুদকে ফের খোঁচা লোবেরার, কী বললেন এই স্প্যানিশ কোচ?

চলতি ফুটবল মরশুমে ওডিশা এফসির সঙ্গে সেয়ানে সেয়ানে টক্কর দিচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। অনবদ্য পারফরম্যান্সের দরুন অমীমাংসিত ছিল আইএসএলের প্রথম লেগের ম্যাচ‌। তারপর…

Sergio Lobera and Cleiton Silva

চলতি ফুটবল মরশুমে ওডিশা এফসির সঙ্গে সেয়ানে সেয়ানে টক্কর দিচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। অনবদ্য পারফরম্যান্সের দরুন অমীমাংসিত ছিল আইএসএলের প্রথম লেগের ম্যাচ‌। তারপর দুই দল মুখোমুখি হয়েছিল কলিঙ্গ সুপার কাপের ফাইনালে। নির্ধারিত সময়ের শেষে ফের অমীমাংসিত ছিল ম্যাচের ফলাফল।

তবে অতিরিক্ত সময়ে গোল করে দলকে ট্রফি জেতায় লাল-হলুদ অধিনায়ক ক্লেটন সিলভা। সেই পরাজয় এখনো ভুলতে পারেনি ওডিশা। বিশেষ করে নিজেদের ঘরের মাঠে এভাবে যে ফাইনাল হারতে হবে তা হয়তো কখনো কল্পনাও করেনি রয়কৃষ্ণারা। এসবের মাঝেই আগামীকাল ফের মুখোমুখি দুই দল। তার আগেই মুখ খুললেন ওডিশা কোচ।

   

সার্জিও লোবেরা বলেন, ইস্টবেঙ্গল প্রত্যেক ম্যাচের আগেই রেফারিদের উপর বাড়তি চাপ তৈরি করছে। এমনকি ম্যাচের পরেও সেই একই পরিস্থিতি তৈরি হচ্ছে। যেটি কোনভাবেই ঠিক নয়। তারা এখনো পর্যন্ত একটা মাত্র ট্রফি জিতেছে। তাও আবার ১২ বছর অপেক্ষার পর। সেখানেও ম্যাচ রেফারির বদান্যতা দেখা গিয়েছে প্রবল ভাবে। অর্থাৎ রেফারির সহযোগিতায় যে ট্রফি জিতেছে ইস্টবেঙ্গল ক্লাব সেটাই বারংবার তুলে ধরলেন লোবেরা। বর্তমানে তার এই মন্তব্য যথেষ্ট শোরগোল ফেলে দিয়েছে সমর্থকদের মধ্যে। তবে আগামীকাল মাঠেই এই জবাব দেওয়ার লক্ষ্য থাকবে লাল-হলুদের।

অন্যদিকে, এবার বদলার লড়াই ওডিশার। নিজেদের ঘরের মাঠেই এবার ইস্টবেঙ্গল কে হারাতে চাইছে মরিসিওরা। পয়েন্ট টেবিল অনুযায়ী দেখলে বর্তমানে আইএসএলের শীর্ষস্থানে রয়েছে ওডিশা। অপরদিকে সুপার সিক্সে টিকে থাকার লড়াই মশাল ব্রিগেডের। তাই এই পরিস্থিতিতে আদৌ কতটা সফল হন কুয়াদ্রাত, এখন সেটাই দেখার।