Ankita: বুম্বা দার হাত থেকে অ্যাওয়ার্ড জিতে কতটা খুশি অঙ্কিতা!

Ankita: ‘আমাদের জগদ্ধাত্রী টিম অনেক পুরস্কার পেয়েছে। সেটা বেশি আনন্দের। আমি ব্যক্তিগতভাবে তিনটে পুরস্কার জিতেছি, সেরা নায়িকা, সেরা জুটি এবং জি ফাইভের মোস্ট পপ্যুলার ফেস।…

Ankita

Ankita: ‘আমাদের জগদ্ধাত্রী টিম অনেক পুরস্কার পেয়েছে। সেটা বেশি আনন্দের। আমি ব্যক্তিগতভাবে তিনটে পুরস্কার জিতেছি, সেরা নায়িকা, সেরা জুটি এবং জি ফাইভের মোস্ট পপ্যুলার ফেস। জগদ্ধাত্রী পরিবার ১০টা পুরস্কার পেয়েছে। ভীষণ ভালো লাগছে। সোনার সংসারের জন্য আমরা একটা গোটা বছর অপেক্ষা করি। এটা বিরাট সম্মান। দর্শকদের ভালোবাসা অ্যাওয়ার্ডের থেকেও বেশি, তবে স্টেজে দাঁড়িয়ে অ্যাওয়ার্ড নিতে সবার ভালো লাগে। ভীষণ ভালো লাগছে। আমার জন্য বড় পাওনা আমি সেরা নায়িকার অ্যাওয়ার্ডটা বুম্বাদার হাত থেকে নিয়েছি। সেটা আমার জন্য বিরাট ব্যাপার।’ খুশিতে ডগমগ হয়ে বললেন অঙ্কিতা মল্লিক।

অঙ্কিতার জগদ্ধাত্রী হয়ে ওঠার পুরো ক্রেডিটটাই পাবেন স্নেহাসিস চক্রবর্তী। তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এদিন অঙ্কিতা বললেন, ‘শুরুতে একটা ছোট্ট চরিত্রে কাজ করেছি, চার বছর ধরে মডেলিং করেছি। অনেক অডিশন দিয়েছি, সেখান থেকে স্নেহাশিসদার (চক্রবর্তী) অফিসে আসা। উনি আমার অডিশন নেন, পুরোটাই দাদার হাতে তৈরি আমি। উনি আমাকে অভিনয় শিখিয়েছেন, আমাকে জগদ্ধাত্রী হিসাবে গড়ে তুলেছেন। আমি যা করছি, যেটুকু পারছি সবটাই ওই মানুষটার জন্য।’

জি বাংলার অ্যাওয়ার্ড নাইটে স্টেজে এবারের পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে নায়িকা আরও বললেন, ‘সব সিরিয়ালের হিরো-হিরোইন, ছোট সদস্য,সবাই নেচেছে। গতবার আমাদের (জগদ্ধাত্রী-স্বয়ম্ভূ) অ্যাক্টটা খুব মারামারির ছিল, এবারেরটা একদম রোম্যান্টিক একটা নাচ। আরেকটা সব সিরিয়ালের লিডিং নায়িকাদের একটা নাচ রয়েছে। শুধু জগদ্ধাত্রী নয়, জি বাংলার সব সদস্যই একটা পরিবার। পুরস্কার পাক বা না পাক, একসঙ্গে সেলিব্রেশনটাই আসল। অন্য ক্যাটেগরিতে আরও অনেকে পুরস্কার পেয়েছে। সকলকে অভিনন্দন জানাতে চাই।’