Odisha FC: ইস্টবেঙ্গলের ম্যাচের আগে বিদেশি ফুটবলারের চোট নিয়ে আশঙ্কা

আর কিছুক্ষণ পরেই শুরু হবে ইস্টবেঙ্গলের ইন্ডিয়ান সুপার লীগের ম্যাচ। তার আগে রয়েছে চোট নিয়ে জল্পনা। জল্পনার কেন্দ্র এক বিদেশি ফুটবলার। মূল দলের সঙ্গে মাঠে…

Ahmed Jahouh

আর কিছুক্ষণ পরেই শুরু হবে ইস্টবেঙ্গলের ইন্ডিয়ান সুপার লীগের ম্যাচ। তার আগে রয়েছে চোট নিয়ে জল্পনা। জল্পনার কেন্দ্র এক বিদেশি ফুটবলার। মূল দলের সঙ্গে মাঠে নেমে যিনি একটি প্র্যাকটিস সেশন মিস করেছেন বলে খবর পাওয়া যাচ্ছে।

ওড়িশা এফসির (Odisha FC) বিরুদ্ধে আজ সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে। তার আগে আত্মবিশ্বাসী দেখিয়েছে ওড়িশা এফসি কোচ সার্জিও লোবেরাকে। কারণ এই মাঠেই তারা বেগ দিয়েছিল কলকাতার অন্য প্রধান ক্লাব মোহন বাগান সুপার জায়ান্টকে। ওড়িশা এফসির কাছে ইন্ডিয়ান সুপার লীগ ও এএফসি কাপের ম্যাচে বারবার আটকেছে বাগান। তাই সল্টলেকে স্টেডিয়ামে নামার আগে আত্মবিশ্বাসী ওড়িশা এফসি কোচ সার্জিও লোবেরা।

ম্যাচের নামার আগে তিনি বলেছেন, “দলের বর্তমান পারফরম্যান্সে আমি আনন্দিত। আমরা এএফসি কাপ এবং আইএসএল উভয় প্রতিযোগিতাতেই ভাল পারফর্ম করছি। এখানে আবার খেলতে ফিরতে পারাটা আনন্দের, বিশেষ করে এই স্টেডিয়ামে আমাদের আগের ম্যাচগুলোর স্মৃতি রয়ে গেছে। যাইহোক, আমরা পুরোপুরি সচেতন যে পরের ম্যাচটি একটি ভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আসছে এবং আমরা এর জন্য প্রস্তুত।”

ভিতরে ভিতরে তিনি কতটা আত্মবিশ্বাসী সেটা বলা মুশকিল, কারণ তার দলের এক ফুটবলারকে কেন্দ্র করেই রয়েছে সংশয়। তিনি আহমেদ জাহু। ওড়িশা এফসির মাঝমাঠের অন্যতম চালিকা শক্তি তিনি। দলের সঙ্গে কার্যত অনুশীলন করেননি। বরং মাঠে নেমে ফিজিওর সঙ্গে কিছুক্ষণ সময় কাটালেন। আইস প্যাক নিয়ে ফিরে গিয়েছিলেন ড্রেসিং রুমে।