Sergio Lobera: সামনে বাগান, লোবেরা চাইছেন কাপ

শুক্রবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ইন্ডিয়ান সুপার লিগের (Indian Super League) নকআউট ম্যাচে কেরালা ব্লাস্টার্স এফসিকে ২-১ গোলে হারিয়েছে ওড়িশা এফসি (Odisha FC)। ম্যাচের পর ওড়িশা…

Sergio Lobera Odisha FC

শুক্রবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ইন্ডিয়ান সুপার লিগের (Indian Super League) নকআউট ম্যাচে কেরালা ব্লাস্টার্স এফসিকে ২-১ গোলে হারিয়েছে ওড়িশা এফসি (Odisha FC)। ম্যাচের পর ওড়িশা এফসির প্রধান কোচ সের্জিও লোবেরা (Sergio Lobera) উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাঁর দল উঠেছে সেমিফাইনালে। ট্রফি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন অভিজ্ঞ কোচ।

গোলের সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয় কেরালা ব্লাস্টার্স। যার প্রথমার্ধে ভালো সুযোগ পেয়েছিল সফরকারীরা। ৬৭ মিনিটে লিথুয়ানিয়ান ফরোয়ার্ড ফেদর সেরনিচের দুর্দান্ত ফিনিশিংয়ে লিড নেয় ব্লাস্টার্স। সমতা ফেরানোর জন্য পরিকল্পনায় বদল করেন লোবেরা। লোক বাড়ান আক্রমণে। ৮৭ মিনিটে ওড়িশা এফসিকে সময়তায় ফেরান দিয়েগো মরিসিও। ৯৮ মিনিটে আহমেদ জাহু, রয় কৃষ্ণা হয়ে বল পেয়ে যান ইসাক ভানলালরুয়াতফেলা। ওড়িশা এফসির হয়ে তিনিই করেন জয় সূচক গোল।

ওড়িশা এফসির প্রধান কোচ সের্জিও লোবেরা দলের খেলায় খুশি। এবং দলের ছেলেদের খেলায় গর্ব প্রকাশ করেছেন। ম্যাচের পর লোবেরা বলেছেন, “আমরা আমাদের সমর্থকদের জন্য খুব খুশি। আমি খুব খুশি কারণ এই খেলোয়াড়রা সেমি-ফাইনালে খেলার যোগ্য। এই ক্লাবও সেমিফাইনাল খেলার যোগ্যতা রাখে।”

“আমি মনে করি, পুরো মরসুমে দলটি দৃঢ় চরিত্র ও আত্মবিশ্বাস প্রকাশ করেছে। আর আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে ছেলেরা আবারও নিজেদের প্রমাণ করে সেমিফাইনালে তুলেছে দলকে। কোচ হিসেবে আমি খুবই খুশি। এবং আমি আমার খেলোয়াড়দের নিয়ে খুব, খুব গর্বিত কারণ এই ধরণের ম্যাচ সহজ নয়,” ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে লোবেরা বলেছেন।

“স্টেডিয়ামের পরিবেশ ছিল চমৎকার। আর এই ক্লাবের জন্য গুরুত্বপূর্ণ কিছু অর্জন করতে আমরা শেষ পর্যন্ত লড়াই করব, আশা করি আইএসএল কাপ ট্রফি।” সেমিফাইনালে সের্জিও লোবেরার ওড়িশা এফসি খেলবে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে।