FC Goa: গোয়ায় যোগ দেওয়ার পথে এই ভারতীয় ডিফেন্ডার

শনিবার বিকেলে ইন্ডিয়ান সুপার লিগের (Indian Super League) প্লে-অফের দ্বিতীয় ম্যাচে চেন্নাইন এফসির মুখোমুখি হতে চলেছে এফসি গোয়া (FC Goa)। মূলত এই টুর্নামেন্টের শিল্ড জয়ের…

muhammad hammad

শনিবার বিকেলে ইন্ডিয়ান সুপার লিগের (Indian Super League) প্লে-অফের দ্বিতীয় ম্যাচে চেন্নাইন এফসির মুখোমুখি হতে চলেছে এফসি গোয়া (FC Goa)। মূলত এই টুর্নামেন্টের শিল্ড জয়ের লক্ষ্য থাকলেও শেষ পর্যন্ত তা সম্পন্ন হয়নি। তাই এবার আইএসএল ট্রফি জিততে বদ্ধপরিকর মানালো মার্কেজের ছেলেরা। সেইসাথে এখন থেকেই নতুন মরশুমের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে গোয়া ম্যানেজমেন্ট।

তাদের নজরে রয়েছে আইএসএলের পাশাপাশি আই লিগের বেশকিছু ফুটবলারদের উপর। উল্লেখ্য, ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় লেগ শুরু হওয়ার আগেই ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব থেকে তারা লোনে নিয়েছিল বোরহা হেরেরাকে। তার উপস্থিতিতে যথেষ্ট শক্তিশালী হয়ে উঠে এসেছে মানালো মার্কেজের দল। এবার তার সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করতে চায় ক্লাব।

পাশাপাশি তাদের দলের তরুণ প্রতিভা মোহাম্মদ নেমিলের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করেছে এই ফুটবল ক্লাব। নেমিলের পারফরম্যান্সে যথেষ্ট খুশি সকলে‌। তাই সব দিক বিবেচনা করেই নেওয়া হয়েছিল সিদ্ধান্ত। সেখানেই শেষ নয়। আইলিগের বেশকিছু ফুটবলারদের দিকে ও নজর ছিল তাদের। গত কয়েক সপ্তাহ ধরেই রিয়াল কাশ্মীরের অন্যতম ফুটবলার মুহাম্মদ হামাদের সঙ্গে কথাবার্তা এগোতে শুরু করেছিল গোয়া ম্যানেজমেন্ট। তবে হিসেব অনুযায়ী এই বছরের মে মাস পর্যন্ত তাদের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন এই ফুটবলার।

মাত্র আর একটি মাস। তারপরেই ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনি। সেই সমস্ত কিছু মাথায় রেখেই তার সঙ্গে কথাবার্তা শুরু করেছিল আইএসএলের এই শক্তিশালী ফুটবল দল। এখনো পর্যন্ত যে তথ্য উঠে এসেছে সেই অনুপাতে আগামী ফুটবল মরশুমে গোয়ার সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। যদিও এখনো পর্যন্ত কোনো কিছুই চূড়ান্ত হয়নি।