Odisha FC: মান রাখলেন রয়কৃষ্ণা, এএফসি কাপের ম্যাচে রুদ্ধশ্বাস জয় ওডিশার

ফের মাজিয়া বধ করল সার্জিও লোবেরার ওডিশা এফসি (Odisha FC)। পূর্ব নির্ধারিত সূচী মেনে আজ সন্ধ্যায় এএফসি কাপের গ্রুপ পর্বের দ্বিতীয় লেগে মালদ্বীপের অন্যতম শক্তিশালী…

Odisha FC Triumphs in Thrilling AFC Cup

ফের মাজিয়া বধ করল সার্জিও লোবেরার ওডিশা এফসি (Odisha FC)। পূর্ব নির্ধারিত সূচী মেনে আজ সন্ধ্যায় এএফসি কাপের গ্রুপ পর্বের দ্বিতীয় লেগে মালদ্বীপের অন্যতম শক্তিশালী দল তথা মাজিয়া ফুটবল ক্লাবের মুখোমুখি হয়েছিল জগন্নাথের রাজ্যের এই ফুটবল দল। নির্ধারিত সময়ের শেষে ৩-২ গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নিল ভারতের এই শক্তিশালী ফুটবল দল।

বর্তমানে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বের দ্বিতীয় স্থানে রয়েছে ওডিশা এফসি। প্রথম স্থানে রয়েছে হুয়ান ফেরেন্দোর মোহনবাগান সুপারজায়ান্টস। বর্তমানে বসুন্ধরা কিংসের বিপক্ষে ম্যাচ খেলছে কলকাতার সেই প্রধান। তবে আজকের ম্যাচ জয় পেয়ে এএফসি কাপের পরবর্তী রাউন্ডে যাওয়ার রাস্তা কিছুটা হলেও জিইয়ে রাখল ওডিশা ফুটবল দল। আজ গোল করেন যথাক্রমে মুর্তাজা ফল, দিয়াগো মরিসিও এবং রয়কৃষ্ণা। অন্যদিকে, মাজিয়া স্পোর্টস ক্লাবের হয়ে গোল করেন যথাক্রমে নেইজ ও ভোজিসল্যাভ।

Odisha FC Triumphs in Thrilling AFC Cup

উল্লেখ্য, আজ ম্যাচের ঠিক দুই মিনিটের মাথাতেই গোল করে এগিয়ে গিয়েছিল মাজিয়া ফুটবল দল। যা নিঃসন্দেহে অনেকটাই চাপে ফেলে দিয়েছিল সার্জিও লোবেরার ছেলেদের। যার প্রভাব ও পড়তে শুরু করেছিল ম্যাচের মধ্যে। তবে বেশ কয়েকবার ওডিশা দলের তরফ থেকে আক্রমণ শানানো হলেও কোনো লাভ হয়নি। ওডিশা ফুটবলারদের প্রতি আক্রমণের সুযোগ নিয়ে একাধিকবার প্রতিপক্ষের রক্ষনভাগে ঢুকে যায় মাজিয়া দলের ফুটবলাররা। যাদের আটকাতে কার্যত হিমসিম খেতে হয় ওডিশাকে।

এমনি পরিস্থিতিতে পেনাল্টি থেকে নিজেদের দ্বিতীয় গোল তুলে নেয় মাজিয়া ক্লাব। যা পরবর্তীতে আরও চাপে ফেলে দেয় জেরিদের। প্রথমার্ধের শেষে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে থাকে মাজিয়া দল। তবে দ্বিতীয়ার্ধ থেকেই ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা ছিল ওডিশার এই ফুটবল দলের।

সেই পরিকল্পনা অনুযায়ী দ্বিতীয়ার্ধে খেলতে নামে মুর্তাজা ফলরা। যেমনভাবে তেমন কাজ। ম্যাচের ঘন্টাখানেক অতিক্রম করার পরেই প্রতিপক্ষের ফুটবলারদের অতিক্রম করে গোল করে যান দলের তারকা ডিফেন্ডার মুর্তাজা ফল। তারপর থেকেই আক্রমণ তীব্র থেকে তীব্রতর করতে থাকে ওডিশা। এভাবেই ম্যাচের ঠিক ৭২ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করে দলকে সমতায় ফেরান গতবারের আইএসএলের সোনার বুট জয়ী তারকা দিয়াগো মরিসিও। তারপর ম্যাচের শেষ মুহূর্তে গোল করে দলের জয় সুনিশ্চিত করেন ফিজি ম্যাজিশিয়ান রয়কৃষ্ণা।