Purba Bardhaman: ‘মন্ত্রীকে শিক্ষা দিলাম’ বলছেন রায়নার গ্রামবাসীরা, চলছে পুলিশ টহল

পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের গ্রামে ঢুকতে পারবে না। একটা শিক্ষা দিলাম। এমনই ক্ষোভ পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) রায়নার কামারহাটি গ্রামবাসীদের। মন্ত্রীর বাড়ি ভাঙচুরের জেরে জেলা…

পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের গ্রামে ঢুকতে পারবে না। একটা শিক্ষা দিলাম। এমনই ক্ষোভ পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) রায়নার কামারহাটি গ্রামবাসীদের। মন্ত্রীর বাড়ি ভাঙচুরের জেরে জেলা ছাড়িয়ে রাজ্য সরগরম। বিরাট পুলিশ মোতায়েন করা হয়েছে। তেমনই চড়ছে ক্ষোভ।  পুলিশের সামনেই হামলা হয় মন্ত্রীর বাড়িতে। তবে মন্ত্রী তার পৈত্রিক বাড়িতে ছিলেন না। জেলা তৃ়ণমূল নেতৃত্ব এ বিষয়ে মুখ খুলতে নারাজ।

এলাকাবাসীর অভিযোগ, মন্ত্রীর পরিবারের অশালীন ব্যবহার ও অনুগামীদের ‘দাদাগিরি’ চলছিল দীর্ঘ সময় ধরে। মন্ত্রীর বাড়ির একটি পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। গ্রামবাসীদের অভিযোগ, ওই পুকুরের ধারে পাশে কেউ গেলে তাকে মন্ত্রীর আত্মীয়রা গালাগালি দিত। মন্ত্রীর আস্কারা পেয়েই এমন হচ্ছিল।

সোমবার মন্ত্রী প্রদীপ মজুমদারের গ্রামের বাড়ির কাছে তারই পুকুরে একজন আদিবাসী যুবক মাছ ধরে। তাকে আটকে রেখে মারধর করা হয় বলে অভিযোগ। সোমবার থেকে চড়ছিল উত্তেজনা। মঙ্গলবার বিকেলে হয় মন্ত্রীর বাড়িতে হামলা। পুলিশের সামনেই হামলা হয় বলে অভিযোগ। ফলে জেলা পুলিশও বিতর্কে জড়ায়। গ্রামে পুলিশি টহল চলছে।