ওড়িশা এফসি ATK মোহনবাগানের কাছে কড়া হার্ডল 

আগামী বৃ্হস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি তিলক ময়দানে মুখোমুখি হতে চলেছে ATK মোহনবাগান,প্রতিপক্ষ ওড়িশা এফসি। তার আগে সোমবার ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ওড়িশা এফসি, বেঙ্গালুরু এফসির কাছে…

Won ATK Mohun Bagan

আগামী বৃ্হস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি তিলক ময়দানে মুখোমুখি হতে চলেছে ATK মোহনবাগান,প্রতিপক্ষ ওড়িশা এফসি। তার আগে সোমবার ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ওড়িশা এফসি, বেঙ্গালুরু এফসির কাছে ১-২ গোলে হেরে গিয়েছে। এই খেলার শেষে ‘দ্য কলিঙ্গ ওয়ারির্স’দের হেডকোচ কিনো গার্সিয়ার প্রতিক্রিয়া, তার দল সোমবার ইন্ডিয়ান সুপার লিগে বেঙ্গালুরু এফসির কাছে হার দুর্ভাগ্যজনক, কারণ এই পরাজয়ের ফলে তাদের সেমিফাইনালে পৌঁছানোর আশা শেষ হয়ে গিয়েছে।

ম্যাচ শেষে সাংবাদিকদের ভার্চুয়াল প্রশ্ন ছিল কিনো গার্সিয়াকে, আপনি কি মনে করেন সেমিফাইনালের দরজা আপনার জন্য বন্ধ?এর জবাবে ওড়িশা হেডকোচ বলেন,”আমি পয়েন্ট টেবিলের হিসেব নিকেশে নিশ্চিত নই! তবে আমি মনে করি এটা সত্যিই খুব কঠিন। আমরা মেজাজ ঠিক রাখার চেষ্টা করছি এবং ATK মোহনবাগান, জামশেদপুর এফসিকে হারিয়ে যতটা সম্ভব পয়েন্ট অর্জন করাই আমাদের লক্ষ্য। দিনের শেষে এটা একটা খেলা, কখনও কখনও আপনি হারেন, কখনও আপনি জিতেন এবং আপনাকে আপনার সেরা চেষ্টা করতে হবে। আজ আমরা ভাগ্যবান ছিলাম না কিন্তু পরের ম্যাচে হয়তো আমরা ভাগ্যবান হব।” 

প্রসঙ্গত, ওড়িশা এফসির পরের ম্যাচ ২৪ ফেব্রুয়ারি, বৃ্হস্পতিবার ATK মোহনবাগানের সাথে। সবুজ মেরুন ব্রিগেড নিজেদের জেতা ম্যাচ ড্র করেছে ২-২ গোলে কেরালা ব্লাস্টার্স এফসির বিরুদ্ধে। খেলার অতিরিক্ত সময়ে জনি কাউকোর গোল ত্রাতা হয়ে ওঠে মেরিনার্স ক্যাম্পের কাছে।

গত শনিবার কেরালা ব্লাস্টার্স এফসি’র বিরুদ্ধে ম্যাচ ছিল মেরিনার্সদের, তার আগে শুক্রবার প্রি ম্যাচ প্রেস মিটে এসে হেডকোচ হুয়ান ফেরান্দো বলেছিলেন, “কেরালা ব্লাস্টার্স আর আমরা একই জায়গায় রয়েছি।ওদের লিগ জেতার ও সেমিফাইনালে ওঠার সম্ভাবনা যথেষ্ট। কাল একটা ফাইনাল ম্যাচের মতো।” আর দিনের শেষে স্প্যানিশ কোচ ফেরান্দোর ভবিষৎবাণী মিলে গিয়েছে। 

ফেরান্দোর ভবিষৎবাণী এখানেই থেমে না থেকে প্রমাণিত সত্য হয়ে উঠেছে ফের একবার। কেরালা ব্লাস্টার্স এফসি দলের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করে চলতি ইন্ডিয়ান সুপার লিগে (ISL) শীর্ষ স্থানে উঠে এসেছিল ATK মোহনবাগান। কেরালা ম্যাচের আগে প্রি ম্যাচ প্রেস মিটে হুয়ান ফেরান্দো বলেই ছিলেন,”টুর্নামেন্টের শীর্ষস্থান এবং সেমিফাইনাল দখলের লড়াইতে ওঠা নামাটা নিশ্চিত এবং ইতিমধ্যেই মরসুমে প্রচুর টুইস্ট এবং বাঁক দেখেছে।” 

ফেরান্দোর ওই ভবিষৎবাণী অক্ষরে অক্ষরে ফলেছে। ইন্ডিয়ান সুপার লিগ (ISL) পয়েন্ট টেবিলে মোহনবাগান এখন তৃতীয়, ১৬ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে।চার নম্বরে কেরলা ব্লাস্টার্স এফসি,দুই নম্বরে জামশেদপুর এফসি আর শীর্ষে হায়দরাবাদ এফসি।

আগামী বৃ্হস্পতিবার, তিলক ময়দানে হুয়ান ফেরান্দোর ব্রিগেড খেলতে নামবে ISL পয়েন্ট টেবিলে ৭ নম্বরে থাকা ওড়িশা এফসির বিরুদ্ধে, ১৮ ম্যাচে ২২ পয়েন্ট দ্য কলিঙ্গ ওয়ারির্সদের। অন্যদিকে, ATKMB ১৮ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তিনে। ফলে তিলক ময়দানের বৃ্হস্পতিবারের ম্যাচ হাড্ডাহাড্ডি হতে চলেছে তা অমূলক নয়।কেননা, ওড়িশা যদি সবুজ মেরুন ব্রিগেডকে হারিয়ে তিন পয়েন্ট পেয়েও যায় তাহলেও কিনো গার্সিয়ার আশঙ্কা সেমিফাইনালের রাস্তা শেষ কিছুটা হলেও অস্তমিত হতে পারে। 

গোল পার্থক্যে ওড়িশা এফসি -৮, এবং ৬ নম্বরে থাকা মুম্বই সিটি এফসি গোল পার্থক্যে ৫। এরমধ্যে আবার মঙ্গলবার মুম্বই’র ম্যাচ রয়েছে ISL’র লাস্ট বয় এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। মারিও রিভেরা যতই আত্মবিশ্বাসের ঢঙে প্রি ম্যাচ প্রেস মিটে এসে “দল জয়ের লক্ষ্যে ঝাঁপাবে” গর্জান না কেন, অতি বড় লাল হলুদ জনতাও এখন তিন পয়েন্ট পাওয়াকে দিবা স্বপ্ন ছাড়া অন্যকিছু ভাবতে নারাজ। তাই মুম্বই সিটি এফসি যদি জেতে বা ড্র’ও করে তাহলে জিতলে চার নম্বরে আর লাল হলুদ শিবিরের বিরুদ্ধে ড্র করলে গোল পার্থক্যে এগিয়ে যাবে।

তাই কিনো গার্সিয়া যে গাণিতিক হিসেব নিকেশ নিয়ে আশঙ্কা প্রকাশ করে ISL’র শেষ চারের লড়াই সত্যিই খুব কঠিন তা মোটেও অবাস্তব নয়। এরপরেও ওড়িশা এফসি কিন্তু বৃহস্পতিবার মেরিনার্সদের বিরুদ্ধে মারণকামড় বসাতে চেষ্টার কসুরে কোনও খামতি রাখবে না। আর ATK মোহনবাগানের ধুরন্ধর স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো টিমের গতানুগতিক ছকে সূক্ষ বদল ঘটিয়ে কিয়ান নাসিরিকে ‘তুরুপের তাস’ হিসেবে ব্যবহার করে বাজিমাৎ করার লক্ষ্যেই ছেলেদের মাঠে নামাবেন। সহজ কথা, কোনও দলই হারের মুখ দেখার জন্য খেলতে নামে না,জেতার টার্গেট নিয়েই মাঠে নামে।এই কারণেই ওড়িশা এফসি বনাম ATK মোহনবাগান ম্যাচ শুধু হাড্ডাহাড্ডি লড়াই নয়, সঙ্গে ‘ডু অর ডাই’ ম্যাচ সিচুয়েশন।