Anis Murder: ছাত্রনেতা খুনে সাসপেন্ড ৩ পুলিশ কর্মী

ছাত্র নেতা খুনে নয়া মোড়, এবার সাসপেন্ড করা হল ৩ পুলিশ কর্মীকে। আনিস খানের রহস্যমৃত্যুর ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে আমতা থানার ৩ পুলিশ কর্মীর বিরুদ্ধে,…

ছাত্র নেতা খুনে নয়া মোড়, এবার সাসপেন্ড করা হল ৩ পুলিশ কর্মীকে। আনিস খানের রহস্যমৃত্যুর ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে আমতা থানার ৩ পুলিশ কর্মীর বিরুদ্ধে, সেজন্য তাঁদের সাসপেন্ড করল প্রশাসন।

 

সূত্র মারফত খবর, সাসপেন্ড করা হয়েছে আমতা থানার ASI নির্মল দাস, কনস্টেবল জিতেন্দ্র হেমব্রম ও হোমগার্ড কাশীনাথ বেরাকে সাসপেন্ড করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মৃতের পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে। 

ছাত্রনেতা আনিস হত্যা মামলা নিয়ে রাজনৈতিক টানাপোড়েন অব্যাহত রয়েছে। ইতিমধ্যে আনিস খানের বাবার অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করেছে পুলিশ।

সম্প্রতি আনিস হত্যা মামলায় এবার ওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায়কে তলব করা হয় ভবানী ভবনে।

এদিকে তদন্তকারীদের হাতে আনিসের ময়নাতদন্তের রিপোর্ট এসেছে। সেই রিপোর্ট অনুযায়ী, আনিসের মাথায় চোট ছিল । রবিবার আনিসের সারদা দক্ষিণ পাড়ার বাড়িতে যান আমতা থানার এএসআই । পুলিশ দেখেই ক্ষোভে ফেটে পরে পরিবার সহ গোটা গ্রামবাসী।

এলাকাবাসীর অভিযোগ, ঘটনার কথা পুলিশকে জানানো হলেও তাঁদের মধ্যে গড়িমসি দেখা যায়। বহুক্ষণ ঘটনাস্থলে দীর্ঘক্ষণ পড়ে থাকে আনিশের রক্তাক্ত দেহ। প্রায় সাত-আট ঘণ্টা পর ঘটনাস্থলে যায় পুলিস। ময়নাতদন্তের জন্য দেহ নিয়ে চলে যায়। কিন্তু তারপর থেকে পুলিশকে আর সেখানে দেখা যায়নি। এমনকী, ঘটনাস্থলে অরক্ষিত অবস্থায় পড়ে থাকে চাপ চাপ রক্ত। কোনও নমুনা অবধি সংগ্রহ করা হয়নি বলে পরিবারের অভিযোগ।