Transfer Window: এবার ঘর ভাঙতে চলেছে মোহনবাগানের!

শোনা যাচ্ছে মোহন বাগান সুপার জায়ান্ট (Mohan Bagan Super Giant) থেকে এই ফুটবলারকে নিজেদের স্কোয়াডে যুক্ত করতে পারে তারা।

Puitea

Transfer Window: ট্রান্সফার মার্কেটে বড় ঝটকা দিতে পারে ওড়িশা এফসি (Odisha FC)। রয় কৃষ্ণাকে দলে নিয়ে ভারতীয় ফুটবল প্রেমীদের ইতিমধ্যে চমকে দিয়েছে সৈকত নগরীর এই ক্লাব। তাদের দল গড়ার কাজ এখনও চলছে। আগামী দিনে আরো ফুটবলার দলে নিতে পারে ওড়িশা এফসি। শোনা যাচ্ছে মোহন বাগান সুপার জায়ান্ট (Mohan Bagan Super Giant) থেকে এই ফুটবলারকে নিজেদের স্কোয়াডে যুক্ত করতে পারে তারা।

সম্প্রতি দল বদলের বাজারে ফুটবল প্রেমীদের মধ্যে আলোচনায় রয়েছে পুয়েতা। ট্রান্সফার মার্কেটে জোর গুঞ্জন, দল বদল করার পথে রয়েছেন এই ফুটবলার। ফুটবল প্রেমীদের একাংশের ধারণা, সবুজ মেরুন জার্সিতে গতবার মন্দ খেলেননি পুয়েতা। সেই তুলনায় বাগানে আগামী মরসুমে তাকে নিয়ে নেই কোনো নিশ্চয়তা। কারণ এবার এশিয়ান প্রতিযোগিতার কথা মাথায় রেখে তারকা খচিত দল গড়েছে মোহন বাগান সুপার জায়ান্ট। যার ফলে প্রথম একাদশে অনিশ্চিত হয়ে পড়ছেন গত মরসুমে ধারাবাহিকভাবে মাঠে নামা একাধিক খেলোয়াড়। ভারতীয় এই ডিফেন্ডারকে নিয়েও রয়েছে জল্পনা। তাহলে কি তার জায়গা হবে রিজার্ভ বেঞ্চে? প্রশ্ন রয়েছে ফুটবল অনুরাগীদের মনে।

Read More: এই কারণে পুইতিয়াকে দলে নিতে তাড়হুড়ো করতে চাইছে না এটিকে মোহনবাগান

পুইতিয়া নামে পরিচিত লালথাঙ্গা খাওলহরিং মিজোরাম প্রিমিয়ার লীগে যাত্রা শুরু করেছিলেন। যেখানে তিনি বেথলেহেম ভেংথলাংয়ের হয়ে খেলার সময় ২০১৫ মরসুমে বছরের সেরা মিডফিল্ডারের পুরষ্কার পেয়েছিলেন। ২০১৮-১৯ মরসুমে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হয়ে হিরো আইএসএলে অভিষেক হয়েছিল তার। তিনি হিরো আইএসএল ২০২০-২১ মরসুমের আগে ব্লাস্টার্সে যোগ দিয়েছিলেন এবং পরে এটিকে মোহন বাগানের অংশ নিয়েছিলেন।

এখন মোহন বাগান সুপার জায়ান্ট ক্লাবে রয়েছেন। আগামী মরসুম শুরু করার পরেও থাকবেন কি না সে ব্যাপারে এখনও নেই নিশ্চিত কোনো উত্তর। কারণ ফুটবল মহলে কানাঘুষো, ওড়িশা এফসি এই ডিফেন্ডারকে দলে নিতে আগ্রহী বলে অনেকে মনে করছেন।