এই কারণে পুইতিয়াকে দলে নিতে তাড়হুড়ো করতে চাইছে না এটিকে মোহনবাগান

ক্রমশ তপ্ত হয়ে উঠছে দলবদলের বাজার। এরই মাঝে কেরালা ব্লাস্টার্স রিলিজ করে দিলো পুইতিয়াকে। এবার তার এটিকে মোহনবাগানে (Mohun Bagan) যোগ দেওয়া খালি সময়ের অপেক্ষা।…

Puitea

ক্রমশ তপ্ত হয়ে উঠছে দলবদলের বাজার। এরই মাঝে কেরালা ব্লাস্টার্স রিলিজ করে দিলো পুইতিয়াকে। এবার তার এটিকে মোহনবাগানে (Mohun Bagan) যোগ দেওয়া খালি সময়ের অপেক্ষা। অবশ্য এটাই যে প্রথম বার সবুজ মেরুন ব্রিগেডে কোনও কেরালা ব্লাস্টার্সের ফুটবলার আসছে,এমনটা নয়।এর আগে ২০২০-২১ মরশুমে কেরালা ব্লাস্টার্সের থেকে ফুটবলার এসেছিলো সবুজ মেরুন ব্রিগেড।

Read More: ATK Mohun Bagan: পুইতিয়া এবং ইশান পান্ডিতা কি আসছে মোহনবাগানে

সেই বার কেরালা ব্লাস্টার্সের থেকে এসেছিলো নগদম্বা রাও,কিন্তু তিনি চোট নিয়ে সবুজ মেরুন শিবিরে যোগদান করেছিলেন।এমনকি মেডিক্যাল টেস্টেও পাস করতে পারেননি তিনি।উল্টো দিকে কেরালা ব্লাস্টার্সে এটিকে মোহনবাগান থেকে যোগদান করেছিলো শুভ ঘোষ।এবং সেখানে গিয়ে দুর্দান্ত ফুটবল খেলেছিলেন তিনি।এক্ষেত্রে আখেড়ে সমস্যা পড়েছিলো এটিকে মোহনবাগান।

Read More: নতুন বছরের প্রথম দিনেই এটিকে মোহনবাগানে যোগদান করছেন এই তারকা ফুটবলার

অতীতে করা ভুলের থেকে শিক্ষা নিয়ে এবার এগোচ্ছে সবুজ মেরূন শিবির।পুইটিয়াকে দলে নেওয়ার ক্ষেত্রে কোনও রকম তাড়হুড়ো করতে চাইছেনা তারা।আগে তার পুরোপুরি মেডিক্যাল চেক আপ করানো হবে।এবং সেখানে কোনো সমস্যা না থাকলে, তবেই সরকারি ভাবে পুইটিয়ার নাম ঘোষণা করবে এটিকে মোহনবাগান।খুব শীঘ্রই সবুজ মেরুন শিবিরে আসতে চলেছেন পুইটিয়া।এরপর দ্রুত তার মেডিক্যাল টেস্ট করা হবে।