East Bengal: আইএসএল চ‍্যাম্পিয়ন ক্লাবের গোলকিপার ইস্টবেঙ্গলে শিবিরে

আগামী জানুয়ারি মাসের ট্রান্সফার উইন্ডোতে কোনও গোলকিপার বদল আসবে কিনা ইস্টবেঙ্গলে (East Bengal) সেটা এখনও স্পষ্ট নয়৷ এর মাঝে সম্প্রতি ইস্টবেঙ্গলে শিবিরে এসে ট্রায়াল দিয়ে…

Manas Dubey

আগামী জানুয়ারি মাসের ট্রান্সফার উইন্ডোতে কোনও গোলকিপার বদল আসবে কিনা ইস্টবেঙ্গলে (East Bengal) সেটা এখনও স্পষ্ট নয়৷ এর মাঝে সম্প্রতি ইস্টবেঙ্গলে শিবিরে এসে ট্রায়াল দিয়ে গেলে হায়দ্রাবাদ এফসির রিজার্ভ গোলকিপার ২১ বছর বয়সী মানস দুবে (Manas Dubey)।

অত্যন্ত প্রতিভাবান এই ফুটবলার আইএসএল চ‍্যাম্পিয়ানদের রিজার্ভ দলের একজন নির্ভরযোগ্য গোলকিপার।শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলের টিম ম্যানেজমেন্টের তাকে মনে ধরেছে, এখন শেষ অবধি তাকে দলে নেওয়া হয় কিনা,এখন সেটাই দেখার বিষয়।

শুক্রবার ইন্ডিয়ান সুপার লিগের ম‍্যাচে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল।সেই ম‍্যাচে দলের গোলকিপার কমলজিৎ এর খেলার বিষয় একটি বড়ো প্রশ্নচিহ্ন তৈরী হয়েছে।কালকেও প্রাক্টিসে আসেননি তিনি।শেষ অবধি আজ তাকে লাল হলুদের তিন কাঠির তলায় দেখা যায় কিনা,সেটাই অত্যন্ত জ‍রুরি একটা দেখার বিষয় হতে চলেছে।অবশ্য কোনও প্রকার চোটের কারণে এখনও অবধি কোনও ম‍্যাচ মিস করেননি কমলজিৎ।

চলতি আইএসএলে সুপার সিক্সে নিজেদের স্থান নিশ্চিত করতে হলে ইস্টবেঙ্গলের বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম‍্যাচ টা জিততেই হবে।এমন ডু অর ডাই মার্কা পরিস্থিতির মধ্যে যদি দলের প্রথম গোলকিপার চোট পেয়ে বসেন, তাহলে সেটা খুবই ইতিবাচক একটা বিষয় হতে পারেনা।