SSC Scam: নম্বর বাড়িয়ে চাকরি পাওয়ার অভিযোগে বিপাকে ববিতা

শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে হাইকোর্টে মামলা করে ‘হকের চাকরি’ পেয়েছেম ববিতা সরকার। এবার ববিতার বিরুদ্ধে উঠলো ভুল (ভুয়ো) তথ্য দেওয়ার অভিযোগ।…

Babita sarkar

শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে হাইকোর্টে মামলা করে ‘হকের চাকরি’ পেয়েছেম ববিতা সরকার। এবার ববিতার বিরুদ্ধে উঠলো ভুল (ভুয়ো) তথ্য দেওয়ার অভিযোগ। বিপাকে ববিতা। (SSC Scam)

ভুয়ো শিক্ষিকা অঙ্কিতার চাকরি গেছে। মেখলিঞ্জের তৃণমূল বিধায়ক পরেশ অধিকারীর মেয়ের সেই চাকরি পেয়েছেন ববিতা সরকার। দেখা যাচ্ছে, স্নাতকে ৮০০ নম্বরের মধ্যে ৪৪০ নম্বর পেয়েছেন তিনি। হিসেবে হয় ৫৫ শতাংশ। কিন্তু, আবেদন পত্রে দেখা যাচ্ছে ববিতা সেটি ৬০ শতাংশ করে দিয়েছেন। ফলে ববিতার অ্যাকাডেমিক স্কোর ৩১ থেকে হয়েছে ৩৩!

প্রশ্ন উঠছে, কমিশনকে ইচ্ছাকৃত ভুল তথ্য দিয়ে ববিতা চাকরি পেয়েছেন নাকি কমিশনের তরফ থেকে কোনও ভুল হয়েছে? ববিতা সরকারের চাকরি (JOB) নিয়ে ফের শুরু হয়েছে বিতর্ক।

স্কুল সার্ভিস কমিশন জানায়, আদালতের নির্দেশে চাকরি পেয়েছেন ববিতা সরকার। ইন্টারভিউ ও ভেরিফিকেশন হয়েছে। এসএসসি নিজে থেকে পদক্ষেপ নেবে না। আদালতে মামলা হলে তার জবাব দেবে। আদালত তলব করলে এসএসসি তথ্য দেবে।