HomeSports NewsIntercontinental Cup: ইন্টারকন্টিনেন্টাল কাপের প্রথম টিকিট পেলেন ওডিশার মুখ্যমন্ত্রী

Intercontinental Cup: ইন্টারকন্টিনেন্টাল কাপের প্রথম টিকিট পেলেন ওডিশার মুখ্যমন্ত্রী

আগামী জুন মাসের প্রথম দিক থেকেই শুরু হতে চলেছে হিরো কন্টিনেন্টাল কাপ (Intercontinental Cup)। যার আয়োজনের দায়িত্ব পেয়েছে ভুবনেশ্বর। এবার সেই ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের প্রথম টিকিট পেলেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাচ ও অধিনায়ক সুনীল ছেত্রী সহ ফেডারেশন সচিব ড: প্রভাকরণের বিশেষ উপস্থিতিতে মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় ম্যাচের টিকিট।

   

তবে শুধু তারাই নয়, টুর্নামেন্টের শুরুর আগে ওডিশা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে সেদিন উপস্থিত থাকেন স্পোর্টস অ্যান্ড ইয়ুথ সার্ভিস প্রেসিডেন্ট ভিনিল কৃষ্ণন সহ অন্যান্য ব্যক্তিরা। সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পাশাপাশি তার হাতে টুর্নামেন্টের টিকিট তুলে দেওয়ায় যথেষ্ট খুশি ফুটবল ফেডারেশন সচিব।

আসন্ন এই ফুটবল টুর্নামেন্টের আয়োজক হওয়ার জন্য ওডিশা কে অভিনন্দন জানান তিনি। পাশাপাশি তিনি মনে করেন, আসন্ন এই টুর্নামেন্টে জাতীয় দলের সমর্থনে হাজার হাজার ফুটবলপ্রেমী মানুষ আসতে চলেছেন ভুবনেশ্বরে। তাছাড়া এই প্রথমবার জাতীয় ফুটবল দলের ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে ওডিশা। তা যথেষ্ট সফল হবে বলেই মনে করছেন ড: প্রভাকরন।

Latest News