HomeKolkata City১৪ দিনের ইডি হেফাজতে কালীঘাটের কাকু, ধৃতের সহযোগীরা মমতার আত্মীয়

১৪ দিনের ইডি হেফাজতে কালীঘাটের কাকু, ধৃতের সহযোগীরা মমতার আত্মীয়

- Advertisement -

প্রত্যাশিতভাবেই জামিনের আবেদন খারিজ। কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণকে ১৪ দিনের ইডি হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত। নিয়োগ দুর্নীতির তদন্তে কোটি কোটি টাকা বেআইনি লেনদন অভিযোগে তাকে গ্রেফতার করে ইডি।

নিয়োগ দুর্নীতির তদন্তে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণকে গ্রেফতারের পর থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রবল সরব। তিনি সরাসরি মুখ্যমন্ত্রীকেই (Mamata Banerjee) নিশানা করে চলেছেন। সাংবাদিকদের তিনি জানান, কেউ রেহাই পাবে না। মাথারাও জেলে যাবে। সময় হয়ে গিয়েছে।

Advertisements

আরও পড়ুন: Kalighat Kaku: অভিষেক ঘনিষ্ঠ কালীঘাটের কাকুর কোটি-কোটি লেনদেন, অফিসে ইডি নজর

শুভেন্দুর নিশানায় তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতার দাবি, সুজয়কৃষ্ণ যে সংস্থার কর্মী সেই অভিষেকের লিপস অ্যান্ড বাউন্ডস প্রাইভেট লিমিটেডের পরিচালকরা সবাই মুখ্যমন্ত্রী পরিবারের। এই সংস্থার এক পরিচালক সুজয়কৃষ্ণ ধৃত। বাকিদের ভূমিকা মুখ্যমন্ত্রীকেও ব্যাখ্যা দিতে হবে। তিনি টুইট করেন,’কালীঘাটের কাকুর সহযোগীদের চিনে নিন’।

আরও পড়ুন: Kalighater Kaku: গ্রেফতার ‘কালিরঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্র

লিপস অ্যান্ড বাউন্ডসের পরিচালকদের নাম তুলে ধরেন শুভেন্দু। দেখা যায় সেই তালিকায় ওই সংস্থার ডিরেক্টর হিসেবে নাম রয়েছে লতা বন্দ্যোপাধ্যায়, অমিত বন্দ্যোপাধ্যায়, রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং বিশ্বনাথ ভট্টাচার্যের। এরা সবাই মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয়।

নিয়োগ দুর্নীতির তদন্তে ধৃত সুজয়কৃষ্ণতে হেফাজতে নিয়ে লাগাতার জেরা করতে চলেছে ইডি। শুভেন্দু বলেন, যিনি গ্রেফতার হয়েছেন তিনি লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও। এই সংস্থায় মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয়রা পরিচালক পদে রয়েছেন। মুখ্যমন্ত্রীকে সাফাই দিতে হবে।

Advertisements

সর্বশেষ সংবাদ শিরোনাম

এই সংক্রান্ত আরও সংবাদ