Novak Djokovic: ইউক্রেনের পাশে এবার নোভাক জকোভিচ, বিশেষ বার্তা বন্ধুকে 

যুদ্ধবিধ্বস্ত গোটা ইউক্রেন। রণাঙ্গনে নেমেছেন ইউক্রেনের সাধারণ জনগণও। পিছিয়ে নেই খেলার জগতেও তারকারাও। দেশকে বাঁচাতে হাতে অস্ত্র তুলে নিয়েছেন ইউক্রেনের টেনিস তারকা সার্জি স্তারকোভস্কি। এবার…

Australian Open champion Novak Djokovic

যুদ্ধবিধ্বস্ত গোটা ইউক্রেন। রণাঙ্গনে নেমেছেন ইউক্রেনের সাধারণ জনগণও। পিছিয়ে নেই খেলার জগতেও তারকারাও। দেশকে বাঁচাতে হাতে অস্ত্র তুলে নিয়েছেন ইউক্রেনের টেনিস তারকা সার্জি স্তারকোভস্কি। এবার তাঁর পাশে দাঁড়ালেন নোভাক জোকোভিচ (Novak Djokovic)। সার্বিয়ান তারকা স্তারকোভস্কিকে তিনি জানিয়েছেন, যে কোনও সাহায্য করতে তিনি প্রস্তুত। জোকোভিচের সেই বার্তা নেট মাধ্যমে দিয়েছেন ইউক্রেনীয় তারকা স্তারকোভস্কি। 

দুবাইতে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছিলেন সার্জি স্তারকোভস্কি। সেই সময় তাঁর দেশে আক্রমণ শুরু করে রাশিয়া। রাশিয়ান সেনাদের হামলার পর ইউক্রেনের হাল অত্যন্ত খারাপ। বহু মানুষ মারা গিয়েছেন। বিপুল ক্ষতি হয়েছে অনেকের। এমতাবস্থায় স্ত্রী এবং তিন সন্তানকে হাঙ্গেরিতে রেখে ইউক্রেনে যান স্তারকোভস্কি। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যোগ দেন। রাজধানী কিভ রক্ষার দায়িত্বে রয়েছেন স্তারকোভস্কি। 

স্তারকোভস্কির বন্ধু জোকোভিচ। জোকোভিচ হোয়্যাটস অ্যাপ মেসেজ করে স্তারকোভস্কিকে জিজ্ঞেস করেছেন, তিনি কেমন আছেন। যদি কোনও রকম সাহায্য দরকার পড়ে, তিনি করার জন্য তৈরি। জোকেভিচের বার্তা নেট মাধ্যমে তুলে ধরেছেন ইউক্রেনীয় টেনিস তারকা স্তারকোভস্কি। 

জোকোভিচ লিখেছেন, “স্তাকো তুমি কেমন আছ? তুমি এখন যুদ্ধক্ষেত্রে? তোমার কথা ভাবছিলাম। আশা করি সব কিছু দ্রুত শান্ত হয়ে যাবে। আমাকে অনুগ্রহ করে জানাও তোমাকে সাহায্য পাঠানোর জন্য এখন সেরা ঠিকানা কী। আর্থিক বা অন্য যে কোনও সাহায্য প্রয়োজন হলে জানাও।” উত্তরে স্তারকোভস্কি লিখেছেন, “এখনই সাহায্য লাগবে না। তোমাকে অনেক ধন্যবাদ। আমি যুদ্ধক্ষেত্রেই আছি। কিভ এখন কিছুটা শান্ত।” জোকোভিচের এই উদ্যোগ বহু মানুষের হৃদয় জিতে নিয়েছে।