IPL: হার্দিকদের বুড়ো আঙুল দেখিয়ে বেঙ্গালুরুতে জোফরা আর্চার!

আইপিএল ২০২৪ (IPL 2024)-এর আগে উত্তেজনা বাড়ছে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) মুম্বাই ইন্ডিয়ান্সে (Mumbai Indians)। এই অলরাউন্ডার খেলোয়াড়কে অধিনায়ক করার পর থেকেই এমআই শিবিরে ।…

IPL Jofra Archer

আইপিএল ২০২৪ (IPL 2024)-এর আগে উত্তেজনা বাড়ছে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) মুম্বাই ইন্ডিয়ান্সে (Mumbai Indians)। এই অলরাউন্ডার খেলোয়াড়কে অধিনায়ক করার পর থেকেই এমআই শিবিরে । মনে করা হচ্ছে হার্দিক অধিনায়ক হওয়ার পর খুশি নন সূর্যকুমার যাদব ও জসপ্রীত বুমরাহ-ও। এরই মধ্যে টুইস্ট। এক বিদেশি খেলোয়াড় চোটের কথা বলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। এখন সেই তিনিই বেঙ্গালুরুর মাঠে বল করছেন পুরো দমে।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে যোগ দিতে পারেন মুম্বাই ইন্ডিয়ান্সের প্রাক্তন তারকা ফাস্ট বোলার জোফরা আর্চার (Jofra Archer)। আইপিএল ২০২৩-এ মুম্বাই স্কোয়াডের অংশ ছিলেন আর্চার। আইপিএল ২০২৪-এর আগে নিলাম থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন এই ক্রিকেটার। ইনজুরিতে পড়ায় আইপিএল খেলতে পারবেন না বলে জানিয়েছেন। যে কারণে আর্চারকে ছেড়ে দেয় এমআই।

আইপিএল থেকে নাম প্রত্যাহারের পর কাউন্টি দল সাসেক্সের সঙ্গে বেঙ্গালুরুতে একটি ক্যাম্পে আছেন তিনি। প্র্যাকটিস ম্যাচ খেলছেন। শুক্রবারও কর্ণাটকের হয়ে খেলতে নেমে ২ উইকেট নিয়েছেন এই ক্রিকেটার।

আপাতত কয়েকদিন বেঙ্গালুরুতেই থাকতে চলেছেন ফাস্ট বোলার জোফ্রা আর্চার। আর্চারকে নিয়ে জল্পনা চলছে যে তিনি আরসিবিতে যোগ দিতে পারেন। রিপোর্ট অনুযায়ী, আইপিএল ২০২৪-এর আগে আরসিবির হয়ে অনুশীলন করার জন্য এই খেলোয়াড়কে অনুরোধ করা হয়েছে। আর্চার আরসিবি ব্যাটসম্যানদের সঙ্গে অনুশীলন করলে তা ব্যাটসম্যানদের কাজে লাগবে। তবে আর্চার তাতে রাজি হবেন কি না সে ব্যাপারেও প্রশ্ন রয়েছে।

আগামী ২২ মার্চ থেকে শুরু হওয়ার কথা আইপিএল ২০২৪। টুর্নামেন্টের প্রথম ম্যাচ সিএসকে বনাম আরসিবির মধ্যে শুরু হবে সন্ধ্যা ৮টায়। এই মুহূর্তে আইপিএল ২০২৪-এর মাত্র ১৭ দিনের সূচি প্রকাশ করা হয়েছে।