Loksabha Election: “মরি-বাঁচি, হারি, জিতি, আমার মনে শুধুই ঘাটালের মানুষ ” বললেন দেব

নির্বাচনী (Loksabha Election) প্রচারে এসে বলেন, “আমি নিজের পকেট থেকে টাকা দিয়ে ভালো কাজ করার চেষ্টা করেছি, সব সাংসদরা যখন বাড়িতে আমি তখন রাস্তায় ছিলাম,…

Deepak Adhikari

নির্বাচনী (Loksabha Election) প্রচারে এসে বলেন, “আমি নিজের পকেট থেকে টাকা দিয়ে ভালো কাজ করার চেষ্টা করেছি, সব সাংসদরা যখন বাড়িতে আমি তখন রাস্তায় ছিলাম, অ্যাম্বুলেন্স নেই কারও কাছে, অক্সিজেন নেই, তখন আমি রাস্তায় ছিলাম…… 

আবেগে রাজনীতি ছাড়ার ইচ্ছা প্রকাশ করলেও অভিষেক ও মমতার অনুরোধ ফেরাতে পারেন নি বলে তৃতীয় বারের জন্য অভিনেতা দীপক অধিকারী (দেব) আবার লোকসভা নির্বাচনে(Loksabha Election)  ঘাটালের তৃণমূলের প্রর্থী। তিনি পুরোদমে প্রচার শুরু করেছেন বৃহস্পতিবার থেকে। শুক্রবার বিকেলে পাশকুড়ার সভায় দেব নানা প্রসঙ্গে নানা কথা বলেন।

   

তাঁর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগের উত্তরে তিনি বলেন- “গত তিন বছরে যে আরোপগুলো আমার ওপর এসেছে, আমি দায়িত্ব নিয়ে বলছি কারও কাছ থেকে আমি এক টাকাও নিইনি। যদি প্রমাণ কারও কাছে থাকে তবে ইডি সিবিআই-এর কাছে দিয়ে আসুক, আপনাদের প্রার্থী আপনাদের সাংসদ কারও এক টাকাও মেরে নিজের সংসার খরচ চালায়নি।”দেব এদিন তার বিরুদ্ধে আনা অপ-প্রচারের জবাব দেন ।

লোকসভা নির্বাচনে(Loksabha Election) নাম ঘোষণা হতেই ঘাটাল থেকে প্রচার শুরু করেছিলেন অভিনেতা প্রার্থী দেব। ঘাটাল লোকসভা কেন্দ্রের পাঁশকুড়ায় নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। তাঁকে দেখার জন্য সভায় হয়েছিল ব্যাপক ভিড়। বিশেষ করে নতুন প্রজন্মের ভিড় ছিল বেশি। তিনি স্পষ্ট করে বলেন, তিনি অভিনয় করেন বলে তাঁর দায়িত্ব তিনি ভুলে যান নি। বার বার তিনি ঘাটালের মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন।

দেব আরও বলেন, “আমি নিজের পকেট থেকে টাকা দিয়ে ভালো কাজ করার চেষ্টা করেছি, করোনার সময় সব সাংসদরা বাড়িতে ছিলেন, আমি তখন রাস্তায় ছিলাম, অ্যাম্বুলেন্স নেই কারও কাছে, অক্সিজেন নেই, তখন আমি রাস্তায় ছিলাম। মানুষ ভোট দেয় দলের নেতাদেরকে কাছে পাওয়ার জন্য।” শেষে বলেন, “মরি-বাঁচি, হারি, জিতি, আমার মনের মধ্যে থাকবেন ঘাটালের মানুষ।” এই শুনে কয়েক মিনিট ধরে বিপুল জনতা করতালি দিয়ে দেবকে অভিবাদন জানান।