NorthEast United: কেরালার এই দাপুটে ফুটবলারের দিকে নজর নর্থইস্টের

বেশ কিছু মরশুম ধরেই ছন্দে নেই নর্থইস্ট ইউনাইটেড (NorthEast United)। শুরুতে কিছুটা লড়াকু মেজাজে দেখা গেলেও পরবর্তীতে একেবারেই দিশেহারা হয়ে যায় এই ফুটবল ক্লাব। যারফলে…

naocha singh

বেশ কিছু মরশুম ধরেই ছন্দে নেই নর্থইস্ট ইউনাইটেড (NorthEast United)। শুরুতে কিছুটা লড়াকু মেজাজে দেখা গেলেও পরবর্তীতে একেবারেই দিশেহারা হয়ে যায় এই ফুটবল ক্লাব। যারফলে পয়েন্ট টেবিলের কিছুটা নিচে চলে আসতে হয় তাদের। প্রথমদিকে মাত্র দুইটি জয়ের পাশাপাশি ছয়টি ড্র ছিল তাদের। পাশাপাশি ছিল চার ম্যাচ হারের জ্বালা।

স্বাভাবিকভাবেই তা হতাশ করেছিল দলের সমর্থকদের। পাশাপাশি খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে খুব একটা খুশি ছিলনা ম্যানেজমেন্ট। এই পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোই একমাত্র লক্ষ্য সকলের। এক্ষেত্রে এবারের উইন্টার ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়েই কিছুটা বদল আনে তাদের পারফরম্যান্সে।

বর্তমানে ১৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে আইএসএলের পয়েন্ট টেবিলের নয় নম্বরে রয়েছে জন আব্রাহামের নর্থইস্ট। বলতে গেলে এবারের আইএসএলের প্রথম ছয়ে সুযোগ করে নেওয়ার অন্যতম দাবিদার এই দল। তবে লড়াইটা খুব একটা সহজ হবে না। বেঙ্গালুরু এফসি থেকে শুরু করে জামশেদপুর এবং ইমামি ইস্টবেঙ্গলের মতো ফুটবল ক্লাব ও রয়েছে এই স্থানের জন্য।

তাই লড়াই যে অনেকটাই কঠিন হবে তা কিন্তু বলাই চলে। তবে এখন থেকেই নতুন মরশুমের জন্য দল গঠনের কাজ শুরু করে দিয়েছে হুয়ান পেদ্রো বেনোলীকের এই ফুটবল ক্লাব। বিদেশি তারকা টম জুরিখের মতো ফুটবলারদের পাশাপাশি বেশ কিছু ভারতীয় ফুটবলারদের রেখেই দল গঠন করতে পারে নর্থইস্ট।

আরও পড়ুন: Chennaiyin FC: মোহনবাগান মিডফিল্ডারকে বিশেষ প্রস্তাব চেন্নাইয়িন দলের

সেইমতো এবার নাকি তাদের নজর গিয়ে পড়েছে কেরালা ব্লাস্টার্স দলের তরুণ ডিফেন্ডার নওচা সিংয়ের দিকে। এই মরশুমে ইভান ভুকোমানোভিচের কেরালা দলের হয়ে বেশ নজর কেড়েছেন তিনি। যখনই সুযোগ পেয়েছেন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। তাই নতুন মরশুমের জন্য তাকে দলে নিতে চাইছে এই ফুটবল ক্লাব। কিন্তু কাজটা কি মোটেও সহজ হবে না তা বলাই চলে। আসলে এমন তরুণ প্রতিভাকে হাতছাড়া করার ভাবনা নাও থাকতে পারে দক্ষিণের সেই ফুটবল ক্লাবের। তাই আদৌ তিনি দল ছাড়বেন কিনা তা এখনো স্পষ্ট নয়।