Mukhtar Ansari Death: বান্দা জেলে মাফিয়া ডন মুখতার আনসারির মৃত্যু

বান্দা কারাগারে বন্দি মাফিয়া ডন মুখতার আনসারি (৬৩) (Mukhtar Ansari) মারা গেছেন। কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে মেডিকেল কলেজে ভর্তি হন মুখতার। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ার…

bahubali-mukhtar-ansari-died-had-heart-attack-in-banda-jail

বান্দা কারাগারে বন্দি মাফিয়া ডন মুখতার আনসারি (৬৩) (Mukhtar Ansari) মারা গেছেন। কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে মেডিকেল কলেজে ভর্তি হন মুখতার। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ার পর তাকে প্রথমে আইসিইউ এবং পরে সিসিইউতে ভর্তি করা হয়। মুখতার আনসারির মৃত্যুর খবর পাওয়ার পর মৌ ও গাজিপুরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। জেলে অজ্ঞান হয়ে যাওয়ার পরে, মুখতার আনসারিকে অবিলম্বে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ৯ জন চিকিৎসকের দল প্রতিনিয়ত তার স্বাস্থ্যের ওপর নজর রাখলেও তার স্বাস্থ্যের কোনো উন্নতি হয়নি।

খতার আনসারির রাত ৯টার দিকে হার্ট অ্যাটাক হয় এবং তিনি অজ্ঞান হয়ে পড়েন। এরপর তাকে দ্রুত মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এ খবর আসার পর মুখতারের পরিবার গাজীপুর ছেড়ে বান্দার উদ্দেশে চলে গেছে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে বান্দা কারাগারের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। মুখতার আনসারির আইনজীবী রণধীর সিং সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় দাবি করেছেন যে কাউকে মুখতার আনসারির সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না।

   

এর আগে মঙ্গলবার তাকে রানি দুর্গাবতী মেডিকেল কলেজে ভর্তি করা হয়। তার স্টুল সিস্টেমে সমস্যা হচ্ছিল। তাকে ১৪ ঘন্টা আইসিইউতে রেখে রানী দুর্গাবতী মেডিকেল কলেজে চিকিৎসা করা হয়। উল্লেখ্য, কিছুদিন আগে তাকে ধীরগতির বিষ খাওয়ানো হচ্ছে বলে আদালতে আবেদন করেন মুখতার।

বমি ও অচেতন অবস্থায় ভর্তি করা হয়
মুখতার আনসারির মৃত্যুর বিষয়ে একটি মেডিকেল বুলেটিন জারি করা হয়েছে। মেডিকেল বুলেটিন অনুসারে, মুখতার আনসারিকে রানি দুর্গাবতী মেডিকেল কলেজ বান্দায় রাত ৮.২৫ মিনিটে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকদের মতে, তাকে বমি ও অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ৯ জন চিকিৎসকের একটি দল চিকিৎসায় নিয়োজিত থাকলেও তাকে বাঁচানো যায়নি।

ঘটনাস্থলে পৌঁছেছেন ডিএম ও এসপি
মুখতার আনসারির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন বান্দার ডিএম ও এসপি। পুরো মেডিকেল কলেজকে সেনানিবাসে পরিণত করা হয়েছে। উল্লেখ্য, চলতি মাসের ২৬ তারিখ বিকেল ৩টা ৫৫ মিনিটে মুখতার মেডিকেল কলেজে ভর্তি হন। এ খবর ছড়িয়ে পড়লে মুখতারের সমর্থক ও পরিবারের সদস্যরা বান্দায় পৌঁছাতে থাকেন। আমরা আপনাকে বলি যে মুখতারের ভাই আফজাল আনসারি এবং ছেলে উমর আনসারি বান্দায় পৌঁছেছিলেন কিন্তু কাউকে মুখতারের সাথে দেখা করতে দেওয়া হয়নি।