North East United FC: বেঙ্গালুরু যুব দলের তারকাকে দলে টানছে জন আব্রাহামের ক্লাব

অন্যান্য দল গুলির তুলনায় অনেকটাই দেরিতে দল গোছানোর কাজ শুরু করেছে জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব (North East United FC)।

Bekey Oram

নয়া ফুটবল মরশুমের কথা মাথায় রেখে বর্তমানে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে প্রত্যেকটি ফুটবল দল। এক্ষেত্রে অনেকটাই এগিয়ে থেকেছে বেঙ্গালুরু ও মুম্বাই সিটি এফসির পাশাপাশি এফসির গোয়ার মতো দল। এমনকি পিছিয়ে নেই কলকাতার দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়ান্টস।

তবে বেঙ্গালুরুর পাশাপাশি ওডিশার মতো দলগুলি ডুরান্ড কাপে জুনিয়র ফুটবলারদের খেলালেও কলকাতার দুই প্রধানের পাশাপাশি সিনিয়র ফুটবলারদের মাঠে নামিয়েছে মুম্বাই-গোয়া। তবে অন্যান্য দল গুলির তুলনায় অনেকটাই দেরিতে দল গোছানোর কাজ শুরু করেছে জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব (North East United FC)।

গত মরশুমের হতাশাজনক পারফরম্যান্স করার পর গোটা ম্যানেজমেন্টকে পুনরায় ঢেলে সাজানোর কাজ শুরু করা হয় তাদের তরফ থেকে। এক্ষেত্রে প্রথমদিকেই দলের থিঙ্কট্যাঙ্ক করে আনা হয় মন্দার তামহানেকে। একটা সময় বেঙ্গালুরু এফসি দলের দায়িত্বে থাকার সময় ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন এই মন্দার। এবার তাকেই ক্লাবে চূড়ান্ত করেছে নর্থইস্ট ইউনাইটেড। এরপর থেকে একাধিক পুরোনো ফুটবলারদের ছেড়ে দিয়ে নয়া প্রতিভাবানদের দলে টানতে থাকে আইএসএলের এই ফুটবল ক্লাব।

যাদের মধ্যে আজ দলে চূড়ান্ত করা হয় সুদেবা দিল্লীর যুব দলের তারকা ড্যানি মেইতিকে। গত মরশুমে সুদেবা দলের পারফরম্যান্স খুব একটা ভালো না হলেও যুব দলের এই ফুটবলারের দিকে নজর ছিল একাধিক ফুটবল ক্লাবের। শেষ পর্যন্ত তাকে ছিনিয়ে নিয়েছে জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেড।

এবার সেই তালিকায় যুক্ত হয়েছে বেঙ্গালুরু এফসির যুব দলের এক তারকা ফুটবলারের নাম। তিনি বেকি ওরাম। গত ১৭-১৮ মরশুম থেকেই বেঙ্গালুরুর যুব দলে ছিলেন এই প্রতিভাবান ফুটবলার। সেখানে প্রথমদিকে অনূর্ধ্ব ১৬ দলে খেলার পর অনূর্ধ্ব ১৮ ও পরবর্তীকালে বেঙ্গালুরু এফসির বি দলের সদস্য হিসেবে থাকেন তিনি। এবার নয়া মরশুমে তাকেই চূড়ান্ত করেছে পেদ্রো বেনালিকের ক্লাব।