Durand Cup: গোয়া বধ করে ডুরান্ড ফাইনালে মোহনবাগান, প্রতিপক্ষ ইস্টবেঙ্গল

সম্ভাবনা সত্যি হল এবার। আজ ডুরান্ড কাপের (Durand Cup) দ্বিতীয় সেমিফাইনালে এফসি গোয়াকে হারিয়ে ফাইনালে উঠে গেল মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। প্র

Mohun Bagan Advances to Durand Cup Final

সম্ভাবনা সত্যি হল এবার। আজ ডুরান্ড কাপের (Durand Cup) দ্বিতীয় সেমিফাইনালে এফসি গোয়াকে হারিয়ে ফাইনালে উঠে গেল মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। প্রথমদিকে এফসি গোয়া এগিয়ে থাকলেও খুব তাড়াতাড়ি ম্যাচের হাল ধরে নেয় মোহনবাগান। নির্ধারিত সময়ের শেষে ২-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে সবুজ-মেরুন ব্রিগেড।

মোহনবাগানের হয়ে গোল করেন যথাক্রমে অজি বিশ্বকাপার জেসন কামিন্স ও আর্মান্দো সাদিকু। অন্যদিকে, এফসি গোয়ার জার্সিতে গোল পান নোহা। এবার ট্রফির লড়াই। আগামী ৩ তারিখ ডুরান্ড ফাইনাল খেলতে ইমামি ইস্টবেঙ্গল দলের মুখোমুখি হবে মোহনবাগান সুপারজায়ান্টস। এখন সেদিকেই নজর সকলের।

উল্লেখ্য, আজ সেমিফাইনালের শুরু থেকেই যথেষ্ট চনমনে মেজাজে ধরা দিয়েছিল দুই দলের ফুটবলাররা। তাই প্রথম মিনিট থেকেই যেন সুযোগ তৈরি করে গোল ব্যবধান বাড়ানোর লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে থাকে দুই দলের ফুটবলাররা। তবে সেক্ষেত্রে আগেই সফল হয় মানালো মার্কেজের এফসি গোয়া। ম্যাচের একেবারে ২৩ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে নিয়ে যান গোয়া দলের তরকা ফুটবলার নোহা। তবে সেই ফলাফল বেশিক্ষণ ধরে রাখা সম্ভব হয়নি তাদের পক্ষে। প্রথমার্ধের একেবারে ৪২ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল শোধ করেন অজি বিশ্বকাপার জেসন কামিন্স। এতে ফলাফল গিয়ে দাঁড়ায় ১-১ গোল।

প্রথমার্ধের শেষে অমীমাংসিত ফলাফল থাকলেও দ্বিতীয়ার্ধে ফের ঘনঘন আক্রমণ শানাতে শুরু করে মোহনবাগান। সুযোগ পেয়ে প্রতি আক্রমণ করতে ছাড়েনি এফসি গোয়া দল। তবে বিশাল কাইথের ভরসাযোগ্য হাতে বারংবার আটকে যেতে হয় গোয়ান ফুটবলারদের। সুযোগ বুঝে ঠিক ৬১ মিনিটের মাথায় গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকু। নব্বই মিনিটের শেষে এই ফলাফল ধরে রেখেই ফাইনালের টিকিট নিশ্চিত করে সবুজ-মেরুন ব্রিগেড।