Asia Cup 2023: এশিয়া কাপে ‘বাঘ’ শিকার শ্রীলঙ্কার

Asia Cup 2023: কী আশা করা হয়েছিল আর হল কী! শ্রীলঙ্কার বিরুদ্ধে কার্যত কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারল না বাংলাদেশ। দ্বীপ রাষ্ট্রের দলের বিরুদ্ধে সব বিভাগেই নাজেহাল হল ওপার বাংলার একাদশ।

Sri Lanka

Asia Cup 2023: কী আশা করা হয়েছিল আর হল কী! শ্রীলঙ্কার বিরুদ্ধে কার্যত কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারল না বাংলাদেশ। দ্বীপ রাষ্ট্রের দলের বিরুদ্ধে সব বিভাগেই নাজেহাল হল ওপার বাংলার একাদশ। এশিয়া কাপের ম্যাচে টাইগার বধ শ্রীলঙ্কার।

পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে মাত্র ১৬৪ রান তুলতে পেরেছিল বাংলাদেশ। ৪২.৪ ওভারে দশ উইকেট হারায় পদ্মা পাড়ের ক্রিকেট দল। নাজমুল হোসেন শান্ত একাই করেন ৮৯ রান। দলের বাকি দশজন সদস্য যোগ করেন ৭৫ রান। ব্যাট হাতে শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের দৈন্য দশা অনুমান করা তাই খুব কঠিন নয়। শ্রীলঙ্কার হয়ে মাথিসা পথিরানা একাই নিয়েছেন চার উইকেট। দুটি উইকেট নিয়েছেন থিকসানা। একটি করে উইকেট পেয়েছেন ডি সিলভা, অধিনায়ক শানাকা এবং ডুনিথ ডব্লু।

দ্বিতীয় ইনিংসের শুরুটা অবশ্য ভালো করতে পারেনি শ্রীলঙ্কা। ব্যাট হাতে নড়বড়ে দেখাচ্ছিল তাদের। ৪৩ রানের মাথায় প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন শ্রীলঙ্কার তিন ব্যাটসম্যান। মিডল অর্ডারে খেলা ঘোরালেন দুই ব্যাটার সমারাউইকরামা (৭৭ বলে ৫৪ রান) এবং আসালাঙ্কা (৯২ বলে অপরাজিত ৬২ রান)।

https://twitter.com/AsiaCup_23/status/1697284192667918632?s=20

ব্যাট হাতে কিছু করতে না পারলেও বল হাতে নিজের জাত চেনালেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। শ্রীলঙ্কাকে কার্যত একাই চাপে রেখেছিলেন তিনি। দশ ওভার হাত ঘুরিয়ে দুটি মেডেন সহ নিয়েছেন জোড়া উইকেট। ওভার প্রতি দিয়েছেন তিন রানেরও কম। সাকিবের একার লড়াই বাংলাদেশের জন্য এদিন যথেষ্ট ছিল না। ৩৯ ওভারে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। পাঁচ উইকেটে ম্যাচ জিতে নেয় তারা।