চোটের জেরে এবছর ব্রাজিলের হয়ে দুই ম্যাচ মিস করলেন তারকা ফুটবলার নেইমার (Neymar) ,অবশেষে বিশ্বকাপের পরবর্তী নির্নায়ক ম্যাচের (World Cup Qualifiers) আগে জাতীয় দলে প্রত্যাবর্তন করলেন তিনি।শুক্রবার ঘোষিত হলো ব্রাজিলের (Brazil) পরবর্তী বিশ্বকাপ নির্নায়ক ম্যাচের স্কোয়াড।
সদ্য অ্যাঙ্কেলের চোট সারিয়ে উঠেছেন নেইমার।খুব সম্প্রতি চ্যাম্পিয়ান্স লীগের শেষ ষোলোর ম্যাচে রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায় নিয়েছে তার ক্লাব পিএসজি।এবার জাতীয় দলের হয়ে প্রত্যাবর্তন করার লক্ষ্যে তিনি।
ইতিমধ্যে পাঁচবারের বিশ্বজয়ী’রা কোয়ালিফাই করে গেছে কাতার বিশ্বকাপে ।আগামী ২৪ শে মার্চ চিলি এবং ২৯ শে মার্চ বলিভিয়া’র মুখোমুখি হতে চলেছে সেলেকাও’রা যথাক্রমে রিও ডি জেনেইরো এবং লা পাজে ।
সদ্য ব্রাজিল কোচ তিতে জানিয়েছেন এবছর বিশ্বকাপের পর ব্রাজিলের দায়িত্ব ছাড়বেন তিনি ।নেইমার প্রত্যাবর্তন করায় খুশি হয়েছেন তিনি।স্কোয়াডে নেইমারের পাশাপাশি রয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ভিনিসিয়াস।নতুন মুখ আর্সেনালের ফরোয়ার্ড গ্যাব্রিয়েল এবং জুভেন্টাসের আর্থর,স্কোয়াডে পুনরায় ফিরলেন এভার্টন তারকা রিচার্লিসন।এইমুহুর্তে লাতিন আমেরিকার বিশ্বকাপ কোয়ালিফাইং টেবিলে শীর্ষস্থান দখলে রেখেছে ব্রাজিল ৩৯ পয়েন্ট নিয়ে।