Transfer Buzz: এই স্প্যানিশ তারকার দিকে নজর আইএসএলের দুই ফুটবল ক্লাবের

ISL Transfer Buzz: আজ বছরের প্রথম দিন। গতকালের বর্ষবরণের উৎসবের পর এবার নতুন বছরকেও তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে গোটা বিশ্ববাসী। এই নতুন বছরে প্রথমেই নয়া…

Alberto Botía

ISL Transfer Buzz: আজ বছরের প্রথম দিন। গতকালের বর্ষবরণের উৎসবের পর এবার নতুন বছরকেও তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে গোটা বিশ্ববাসী। এই নতুন বছরে প্রথমেই নয়া সুখবর উঠে এসেছে ভারতীয় ফুটবলপ্রেমী মানুষদের জন্য। নতুন বছরে পদার্পণ করার সাথে সাথেই খুলে গিয়েছে এবারের উইন্টার ট্রান্সফার উইন্ডো। বিরাট ভূমিকা রাখে ভারতীয় ক্লাব ফুটবলের ক্ষেত্রে। নিজেদের ভুল ত্রুটি শুধরে নিয়ে এই সময় একাধিক দেশীয় ও বিদেশী ফুটবলারদের নেওয়ার সুযোগ পায় আই লিগ আইএসএল এর ক্লাবগুলি।

এবার দলবদলেরই বাজারেও চমক দিতে মরিয়া সকলেই। কলকাতা ময়দানে দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জাইন্সের পাশাপাশি অন্যান্য দলগুলিও মরিয়া নিজেদের সেরাটা তুলে ধরতে। এক্ষেত্রে এবার এক স্প্যানিশ ডিফেন্ডারের দিকে নজর পড়েছে ইন্ডিয়ান সুপার লিগের দুই দাপুটে ফুটবল ক্লাবের।

যাদের মধ্যে রয়েছে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি ও চেন্নাইন এফসি। তিনি আলবার্তো বটিয়া। বর্তমানে, গ্ৰীকের অন্যতম শক্তিশালী ফুটবল দল এই কিফিসিয়াসের হয়ে খেলেন এই স্প্যানিশ ডিফেন্ডার। পূর্বে রিয়াল মরিকো থেকে শুরু করে সিভিলিয়া সহ স্পেনের একাধিক ফুটবল ক্লাবে রেকর্ড রয়েছে এই ফুটবলারের। তার মধ্যে অন্যতম বার্সেলোনা। বার্সেলোনার অনূর্ধ্ব ১৬ থেকে শুরু করে অনূর্ধ্ব ১৮ এবং পরবর্তীতে বার্সেলোনার বি দলে খেলেছেন এই দাপুটে ডিফেন্ডার।

সেখানেই শেষ নয়। গ্ৰীকের অলিম্পিয়া কোশ থেকে শুরু করে পরবর্তীতে সৌদি আরবের অন্যতম শক্তিশালী ক্লাব আল হিলালের জার্সিতেও খেলেছেন এই ফুটবলার। বর্তমানে রয়েছেন প্রথম টায়ারের অন্যতম জনপ্রিয় ফুটবল ক্লাবে। সেখান থেকেই এই ফুটবলারকে দলে টানতে চাইছে আইএসলের ক্লাব গুলি।

প্রথমদিকে এই খেলোয়ারকে নেওয়ার ক্ষেত্রে বেঙ্গালুরু এফসি অনেকটা এগিয়ে থাকলেও পরবর্তীতে এগিয়ে আসে চেন্নাইন এফসি। শেষ পর্যন্ত কাদের জালে আসেন এই তারকা এখন সেটাই দেখার। চলতি আইএসএল মরশুমে বেঙ্গালুর এফসি পারফরম্যান্স খুব একটা ভালো না হলেও দ্বিতীয় লেগ থেকেই নিজেদেরকে ঘুরে দাঁড় করাতে মরিয়া বেঙ্গালুরু।