কয়েকদিন আগেই পর-পর ৮ বলে ৮ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়ে ২২-গজকে চমকে দিয়েছিলেন ভদ্রেশ্বরের পেস বোলার দুর্গেশ দুবে। আর এবার দিল্লিতে বীরেন্দ্র সেহওয়াগের উত্থান হওয়া সেই বিকাশপুরী স্পোর্টস কমপ্লেক্সে বল হাতে দাপট দেখালেন আর এক বঙ্গ (Bengal) ক্রিকেটার অরিত্র চ্যাটার্জী( লুথার)। মাত্র ১৬ বলে কোনও রান না দিয়ে একটি হ্যাটট্রিক সহ ৭ উইকেট তুলে নিয়ে ইতিহাস গড়লেন বাংলার তারকা স্পিনার অরিত্র।
অথচ এই মাঠেই চার-ছক্কায় বিশ্বের তারকা বোলারদের রাতের ঘুম উড়িয়ে দিয়ে নজর কেড়ে ছিলেন সেহওয়াগ। আর শুক্রবার সেই মাঠেই ক্রিকেট আঁতুরঘরেই বল হাতে ভেল্কি দেখালেন বঙ্গ স্পিনার। এদিন অরিত্রর বোলিং পরিসংখ্যান ছিল- ২.৪-২-০-৭ ! এমন দুর্দান্ত বোলিং দেশে তো বটেই, বিশ্ব ক্রিকেটেই যে নজির আছে কি না, কেউ বলতে পারছেন না। নয়াদিল্লিতে চলছে অল ইন্ডিয়া সিভিল সার্ভিস ক্রিকেট টুর্নামেন্ট। টি-টোয়েন্টি ফর্ম্যাটের যে টুর্নামেন্টে অংশ নিয়েছে ৩৯টি দল।
বাংলার প্রতিনিধিত্ব করছে আরএসবি (রিজিওনাল স্পোর্টস বোর্ড) কলকাতা। শুক্রবার আরএসবি রায়পুরের বিরুদ্ধে ম্যাচ ছিল কলকাতার। খেলা ছিল বিকাশপুরী স্পোর্টস কমপ্লেক্সে। আর সেই ম্যাচেই ইতিহাস গড়লেন অরিত্র। রায়পুর ইনিংসের পঞ্চম ওভারে বল করতে আসেন অরিত্র। কলকাতা ময়দানে যিনি লুথার নামে পরিচিত।
রায়পুর মাত্র ৮.৪ ওভারে ১৯ রানে অল আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ৩ ওভারে এক উইকেট হারিয়ে রান তুলে দেয় কলকাতার দল। কোনও রান খরচ না করে এমন একটা অভূতপূর্ব রেকর্ড গড়ে নিজেই বিস্মিত এই বঙ্গ স্পিনার।